fbpx

বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা-দ. আফ্রিকা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরের ২০টি দল ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে।

এই বিশ্বকাপের জন্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং করেছে। তা অবশ্য আগেই প্রকাশ করলো দ্য টেলিগ্রাফ।

ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ডি গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। বলা যায় মৃত্যুকূপেই পড়েছে টাইগাররা।

গ্রুপ এ’তে রয়েছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। গ্রুপ বি’তে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। এছাড়া গ্রুপ সি’তে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউ গিনি।

চার গ্রুপের সেরা দুই দল উঠবে সুপার এইটে। যেখানে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে আটদল। দ্বিতীয় গ্রুপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ক্যারিবিয়ান অঞ্চলে, আর প্রথম গ্রুপের ম্যাচগুলো আয়োজন করবে যুক্তরাষ্ট্র।

সবকিছু ঠিক থাকলে আগামী ৪ জুন শুরু হবে বিশ্বকাপ। যা পর্দা নামবে ৩০ জুন।

Advertisement
Share.

Leave A Reply