fbpx

বুয়েটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত 

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সারাদেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে নতুন করে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২২ জুন) রাতে বুয়েটের একাডেমিক কাউন্সিলের বৈঠকে ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। ভার্চুয়ালি অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষয়টি নিশ্চিত করে বলেন, ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে নতুন তারিখ এখনও ঠিক করা হয়নি। প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩০ জুন, ১ জুলাই ও ১০ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Advertisement
Share.

Leave A Reply