fbpx

বেলজিয়ামের মুখোমুখি মরক্কো, কানাডার বিপক্ষে চাপে ক্রোয়েশিয়া!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে কখনোই কোনো আফ্রিকান দলের কাছে হারে না বেলজিয়াম-এমন রেকর্ড নিয়েই রবিবার গ্রুপ-এফ এর ম্যাচে আফ্রিকান দল মরক্কোর মুখোমুখি হচ্ছে ইডেন হ্যাজার্ড-রোমেলু লুকাকুর দল। আল থুমামা স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।

বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হতে যাচ্ছে ফিফা র‍্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা বেলজিয়াম এবং বাইশে থাকা মরক্কো। এর আগে উনিশশো চুরানব্বই বিশ্বকাপে প্রথম দেখায় এক-শুন্যতে জিতেছিল বেলজিয়ানরা। তবে, সব প্রতিযোগিতা মিলিয়ে দুই হাজার আটে শেষ দেখায় এক ফ্রেন্ডলি ম্যাচে মরক্কো জিতেছিল ৪-১ গোলে।

প্রথম ম্যাচে কানাডার সাথে এক গোলে জেতা লুকাকুদের মরক্কানরাও ছেড়ে কথা বলবে না, নিজেদের প্রথম ম্যাচে গেল বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার সাথে ড্র করে বোনো-হাকিমিরাও বেশ ফুরফুরে মেজাজেই আছে।

দিনের অপর ম্যাচে রাত দশটায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে একই গ্রুপের বাকি দুই দল ক্রোয়েশিয়া মুখোমুখি হবে কানাডার।

যেকোনো প্রতিযোগিতা মিলিয়েই প্রথমবারের মতো মুখোমুখি হবে এই দুই দল। প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্র করে লুকা মদ্রিচ-ব্রোজোভিচরা নিঃসন্দেহেই কিছুটা চাপে থাকবে। তবে, দ্বিতীয়বার বিশ্বকাপ খেলতে আসা ডেভিস-মিলারদের পরিসংখ্যান বলে, এ ম্যাচে ক্রোয়েশিয়ানরাই পরিষ্কার ফেবারিট। দুই বিশ্বকাপ মিলিয়ে এখন পর্যন্ত কানাডা খেলেছে পাঁচ ম্যাচ, প্রতিপক্ষের জালে কখনোই কোনো গোল দিতে পারেনি কানাডিয়ানরা।

Advertisement
Share.

Leave A Reply