fbpx

ব্যাটিং ব্যর্থতায় আবারও হারলো বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ১১ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে ধাক্কা খায়া তারা। কোনো ব্যাটারই যেন সেট হচ্ছিলেন না। তবে বাংলাদেশের সমর্থকদের আশার আলো দেখাতে থাকেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাকি ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে একমাত্র দলের কান্ডারি হিসেবে ব্যাট করছিলেন তিনি। তার ব্যাট থেকে আসে ৫০ বলে ৫৭ রানের ইনিংস। যার উপর ভর করে ১০৭ রানের পুঁজি পায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার হয়ে জর্জিয়া ওয়েরহ্যাম নিয়েছেন সর্বোচ্চ ৩টি উইকেট।

১০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই অস্ট্রেলিয়ার ব্যাটিং বিভাগে চিড় ধরিয়ে দেন বাংলাদেশ ১৮ বছর বয়সী পেসার মারুফা আক্তার, দলীয় ৯ রানে ফেরেন ওপেনার বেথ মুনি। তবে এরপর আরেক ওপেনার অ্যালিসা হিলি এবং অধিনায়ক ম্যাগ লেনিং কোনো রকম ঝুঁকি ছাড়াই ব্যাট করছিলেন। দলীয় ৭৮ রানে হিলি আউট হলেও ম্যাগ ল্যানিংয়ের অপরাজিত ৪৮ রানের উপর ভিত্তি করে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের হয়ে মারুফা আক্তার এবং সোমা আক্তার নিয়েছেন ১টি করে উইকেট।

Advertisement
Share.

Leave A Reply