fbpx

ভর্তি পরীক্ষার ইউনিট কমালো জাবি  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২১-২২ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দশ ইউনিটের পরিবর্তে এবার পাঁচ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎকালে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

নূরুল আলম বলেন, ‘বুধবার ভর্তি পরীক্ষা কমিটির সভায় পাঁচ ইউনিটে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এবার গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) মিলে এক ইউনিট; সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ মিলে এক ইউনিট; কলা ‍ও মানবিকী অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট মিলে এক ইউনিট; ব্যবসায় শিক্ষা অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) মিলে এক ইউনিট; জীববিজ্ঞান অনুষদ– এই পাঁচটি অনুষদে হবে এবারের ভর্তি পরীক্ষা।‘

চলতি বছর জাবির ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ১৮ মে থেকে ১৬ জুন এবং পরীক্ষার তারিখ ৩১ জুলাই থেকে ১১ আগস্ট চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Advertisement
Share.

Leave A Reply