fbpx

ভারতকে হারিয়ে ফাইনালে যেতে বাংলাদেশের প্রয়োজন ২৪৪

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শারজাহতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। গত যুব বিশ্বকাপ ফাইনালের মতো এই দুই প্রতিদ্বন্দ্বির এবারের লড়াইটিও দিচ্ছে তীব্র লড়াইয়ের ঝাঁজ। প্রথম ইনিংস শেষে ভারত বাংলাদেশকে ছুঁড়ে দিয়েছে ২৪৪ রানের লক্ষ্য। বয়সভিত্তিক ক্রিকেটের পরিপ্রেক্ষিতে যা বেশ বড় লক্ষ্যই বটে!

অবশ্য শুরুতে যুব টাইগার বোলারদের সম্মিলিত বোলিং নৈপুণ্যে মনে হচ্ছিলো না যে এতো করতে পারবে ভারত। প্রথম ৪০ ওভার পর্যন্ত রানরেট ৪ এর ওপরই ওঠেনি। উপরন্তু, ১৫৯ রানেই ৬ উইকেট হারিয়ে ২০০ এর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কা ছিলো ভারতের। তবে একপ্রান্তে সতীর্থদের যাওয়া আসার মিছিলের বিপরীতে খুঁটি গেড়ে দাঁড়িয়ে ছিলেন শাইক রশিদ। ১০৮ বলে অপরাজিত ৯০* রান করেন তিনি মাত্র ৩ চার ও ১ ছক্কার সাহায্যে। পুরোটা সময় রানিং বিটুইন দ্য উইকেটে ছিলেন স্বচ্ছন্দ। শেষ ১০ ওভারে ভারত তুলেছে ৮৬ রান। লেজের দিকের ব্যাটার রাজবর্ধন হাঙ্গারগেকর ৭ বলে ১৬ ও ভিকি ওতসওয়াল ১৮ বলে ২৮ রানের দু’টি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ‘ক্যামিও’ খেলেন।

বাংলাদেশের পক্ষে সেরা বোলার ছিলেন অধিনায়ক রাকিবুল হাসান। ৪১ রানে ৩ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

Advertisement
Share.

Leave A Reply