fbpx

ভারতের বিপক্ষে চমকহীন টাইগারদের ওয়ানডে স্কোয়াড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক সৈকত এবং স্পিনার তাইজুল ইসলাম। জায়গা পাননি পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

১৬ সদস্যের দলে উইকেট কিপার ব্যাটারই রয়েছেন ৪ জন; মুশফিকুর রহিম, লিটন দাশ, এনামুল বিজয় এবং নুরুল হাসান সোহান। তামিমের নেতৃত্বে থাকা দলে ফাস্ট বোলার চারজন, একমাত্র বাঁহাতি মুস্তাফিজর রহমান। সাকিবের বিকল্প বাঁহাতি স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ। এছাড়া ওপেনার হিসেব করলেও দেখা যায় মূল স্কোয়াডে চার ওপেনিং ব্যাটার, অধিনায়ক তামিম ছাড়াও রয়েছেন লিটন, বিজয় এবং নাজমুল শান্ত।

পহেলা ডিসেম্বর ঢাকায় আসবে ভারতীয় দল। সিরিজের প্রথম দুই ওয়ানডে ৪ ও ৭ ডিসেম্বর, মিরপুরে। প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে হবে তৃতীয় ওয়ানডে, ১০ ডিসেম্বর। সবগুলো ম্যাচই ডে-নাইট।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাশ, নাজমুল শান্ত, এনামুল বিজয়, সাকিব আল হাসান, মুশফিকর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী।

Advertisement
Share.

Leave A Reply