fbpx

ভারতে কৃষক আন্দোলনে পুলিশি বাধা, নিহত এক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতে প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর র‍্যালি ঘিরে রক্তাক্ত দিল্লির রাজপথ। বিক্ষোভে পুলিশি হামলায় নিহত হয়েছে এক জন।

স্থানীয় গণমাধ্যম বলছে, দিল্লির সিংঘু সীমান্তে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যায় কৃষকরা।আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে এ সময় লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।

পুলিশি বাধার মুখে সহিংস হয়ে ওঠে কৃষকরা। এ সময় তারা পুলিশের বেশ কিছু গাড়িও ভাংচুর করে বলে অভিযোগ ওঠে। আন্দোলনের এক পর্যায়ে লালকেল্লায় ঢুকে পড়েন কৃষকরা।

কৃষক সংগঠকেরা আগেই ঘোষণা দিয়েছিল বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে ২৬ জানুয়ারি তারা নয়াদিল্লির রাজপথে ৫০ থেকে ৬০ হাজার ট্রাক্টর নিয়ে নামবেন। একই সাথে দেশের প্রায় দুইশ জেলায় তারা ট্রাক্টর মিছিল করবেন। নানা রকম টালবাহানার পর শেষমেশ র‍্যালির অনুমতি দেয় পুলিশ। এরপরও বাধার মুখে পড়েন কৃষকরা।

এদিকে, দিল্লি পুলিশের দাবি, কৃষক আন্দোলনকে ব্যবহার করার চেষ্টা করছে পাকিস্তান।

বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে দেশটির চারশটিরও  বেশি কৃষক সংগঠন কয়েক মাস ধরে আন্দোলন করছে।

গত বছর সেপ্টেম্বরে দেশটির কৃষিখাত সংস্কারের জন্য তিনটি কৃষি আইন পাস হয়। মোদী সরকারের দাবি, নতুন আইনে মধ্যসত্ত্বভোগীদের অত্যাচার থেকে মুক্তি পাবে কৃষক। তবে কৃষকরা মনে করছেন, এই আইনে বড় প্রতিষ্ঠানগুলোই লাভবান হবে এবং ক্ষতির মুখে পড়বেন তারা।

Advertisement
Share.

Leave A Reply