fbpx

মাঠে উগ্র আচরণ, রোনালদোর বিরুদ্ধে মামলা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হারতে বসা ম্যাচে মেজাজ হারিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের আক্রমণ কিংবা দর্শকদের সাথে খারাপ ব্যবহার করা-ক্রিস্টিয়ানো রোনালদোর কাছ থেকে এমন আচরণ নতুন কিছু না। তবে, আল হিলালের বিপক্ষের ম্যাচ ঘিরে এমন বেকায়দায় সিআরসেভেন বোধ হয় আর পড়েননি।

মাঠে উগ্র আচরণ, রোনালদোর বিরুদ্ধে মামলা

আল হিলালের এক ফুটবলারকে গলা ধরে ফেলে দিয়ে বিপাকে পড়েছেন রোনালদো

বুধবারের সেই ম্যাচে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের গলা জাপটে ধরে ফেলে দেয়া, ম্যাচ শেষে সাইড লাইনে রাখা পানির বোতলে লাথি মারা, গ্যালারি থেকে ‘মেসি’ ‘মেসি’ শ্লোগান ওঠায় অশালীন অঙ্গভঙ্গির মাত্রা এতটাই ছাড়িয়েছিল যে রোনালদোকে রীতিমতো সৌদি আরব থেকে বের করে দেয়ারই তোড়জোড় শুরু হয়ে গেছে।

ম্যাচের পরপরই সৌদির এক আইনজীবী নউফ বিন আহমেদ টুইটারে পর্তুগিজ তারকার সমালোচনা করে জানিয়েছিলেন, উগ্র আচরণের জন্য রোনালদোর বিরুদ্ধে মামলা করবেন। এই ঘোষণা দেয়ায় কয়েক ঘণ্টার মধ্যেই মামলা দায়েরও করে ফেলেছেন নউফ।

সৌদি আরব বরাবরই আইন-অনুশাসন মেনে চলার দিক থেকে যথেষ্ট কঠোর। তার ওপর জনসম্মুখে অশালীন আচরণের জন্য জেলও হতে পারে। তবে রোনালদো যেহেতু বিদেশি, দেশটির আইন অনুযায়ী তাঁকে বের করে দিলেও অবাক হয়ার কিছুই থাকবে না।

Advertisement
Share.

Leave A Reply