fbpx

‘মাথা উঁচু করে এখান থেকে বিদায় নিচ্ছি’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সেই ২০০৭ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামিনেন্স থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন ব্রাজিয়ান তারকা মার্সেলো। এর কেটে গেছে ১৫টি বছর, ক্লাব ইতিহাসের সর্বোচ্চ ২৫টি ট্রফিও জিতেছেন। অবশেষে, নিজের প্রাণের ক্লাবটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার।

বিদায় বেলায় জানান, ‘মাথা উঁচু করে এখান থেকে বিদায় নিচ্ছি। আমার পরিবার আমাকে নিয়ে গর্বিত। তবে সারাটা জীবন যে ক্লাবে খেলেছি, সেখান থেকে চলে যাওয়া সত্যিই খুব কঠিন। আমি এখনে যা চেয়েছিলাম তাই করেছি এবং সামনের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। অনিশ্চয়তা নিয়ে আমি ভীত নই, বরং রোমাঞ্চিত।’

‘মাথা উঁচু করে এখান থেকে বিদায় নিচ্ছি’

রিয়ালের হয়ে ২৫টি শিরোপা জিতেছেন মার্সেলো। ছবি: সংগৃহীত

রিয়ালের পর কোন ক্লাবে যোগ দেবেন তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি মার্সেলো। তবে, এখনই অবসর না নিয়ে ইউরোপিয়ান কোনো ক্লাবের হয়েই খেলে যেতে চান তিনি। মাত্র ১৮ বছর বয়সে রিয়ালে যোগ দেওয়ার পর ক্লাবের হয়ে খেলেছেন মোট ৫৪৬টি ম্যাচ। নিজের অর্জনের ঝুলিতে থাকা ২৫ শিরোপার মধ্যে আছে লা লিগা ৬টি এবং ৫টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

এদিকে, বন্ধু এবং এক সময়ের সতীর্থের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদো জানান,‘সতীর্থের চেয়েও বেশি কিছু, ফুটবল থেকে পাওয়া আমার ভাই। মাঠ ও মাঠের বাইরে সর্বকালের অন্যতম সেরা তারকা, যার সঙ্গে আমি আনন্দে ড্রেসিংরুম ভাগ করতে পারি। নতুন রোমাঞ্চে নিজের সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ো, মার্সেলো!’

Advertisement
Share.

Leave A Reply