fbpx

মার্করামের ব্যাটে সাউথ আফ্রিকার একশো

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চতুর্থ ওভারে বল হাতে জস হ্যাজলউড। প্রথম বলেই কুইন্টন ডি ককের স্কুপ! থাই প্যাডে লেগে বলটা ডি ককের মাথার ওপরে! অপর প্রান্ত থেকে এইডেন মার্করামের দৌড়। দৌড়েছিলেন সাউথ আফ্রিকান উইকেটকিপারও, কিন্তু থেমে যান মাঝপথেই। কিছু বুঝে ওঠার আগে পেছনে তাকাতেই দেখেন বলটা গিয়ে আঘাত হানছে স্ট্যাম্পে। কিছুই করার ছিল না ডি ককের। উইকেটটা মেনে নিতে না পেরে প্যাভিলিয়নে ফেরার পথে বেশ কয়েকবার পিছু ফিরে তাকাচ্ছিলেন তিনি।

মার্করামের ব্যাটে সাউথ আফ্রিকার একশো

দুর্দান্ত শুরু করেও ম্যাক্সওয়েলের বলে বোল্ড বাভুমা।

ডি কক প্রথম উইকেট হিসেবে প্যাভিলিয়নে ফিরে যাননি। তার আগে ফিরেছেন আরো দুইজন। প্রথম ওভারে দুর্দান্ত শুরু করা অধিনায়ক টেম্বা বাভুমা ফিরেছেন পরের ওভারেই গ্লেন ম্যাক্সওয়েলের নীচু হয়ে যাওয়া বলে বোল্ড হয়ে। বল করতে এসে প্রথম বলেই হ্যাজলউডের দুর্দান্ত আউটসুইংয়ে কিপারের হাতে ক্যাচ দিয়েছেন রাসি ফ্যান ডার ডুসেনও। এরপর হেইনরিখ ক্লাসেনকে নিয়ে মার্করাম প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও, ব্যক্তিগত ১৩ রানেই প্যাট কামিন্সের বলে ড্রেসিংরুমে ক্লাসেন। ৮ ওভার শেষে ৪৬ রানেই ৪ উইকেট নেই আফ্রিকানদের।

মার্করামের ব্যাটে সাউথ আফ্রিকার একশো

জাম্পার জোড়া আঘাতে ছন্দপতন আফ্রিকার।

ডেভিড মিলার-মার্করাম মিলে ৩৪ রানের জুটি গড়লেও অ্যাডাম জাম্পার জোড়া আঘাতে আবারো ছন্দপতন সাউথ আফ্রিকার। ১৬ রানে জাম্পাকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউয়ের ফাঁদে মিলার। ডোয়াইন প্রিটোরিয়াস এক রান করতেই দিয়েছেন উইকেটকিপার ম্যাথু ওয়েডকে ক্যাচ। এরপর স্কোরবোর্ডে নির্ধারিত বিশ ওভারে যেই ১১৮ রান তুলেছে সাউথ আফ্রিকা, সেটাও মার্করামের কল্যাণেই। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেছেন মার্করাম। ১৯ রানে অপরাজিত ছিলেন কাগিসো রাবাদা। চার ওভারে উনিশ রানে দুইটি উইকেট নিয়েছেন জস হ্যাজলউড, অ্যাডাম জাম্পার সংগ্রহ একুশ রানে দুইটি।

Advertisement
Share.

Leave A Reply