fbpx

মিতোমার গোলে এফএ কাপ থেকে লিভারপুলের বিদায়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের কাছে ২-১ গোলে হেরে এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিলো লিভারপুল।

ফাল্মের স্টেডিয়ামে নিজেদের চিরচেনা ৪-৩-৩ ফরম্যাশনে খেলতে নামে লিভারপুল। অপরদিকে ব্রাইটনের ফরম্যাশন ছিল ৪-৩-২-১। ম্যাচের ৩০ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল, মোহাম্মদ সালাহের বাড়ানো বলে গোল করেন হার্ভে ইলিয়ট। তবে ম্যাচের ৩৯তম মিনিটে লুইস ডাঙ্কের গোলে সমতায় ফিরে ব্রাইটন। প্রথম হাফের  বাকি সময় আর কোনো গোল হয়নি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের হার বাড়ায় দুই দলই। তবে বল দখল কিংবা আক্রমণ সব দিক দিয়েই এগিয়ে ছিল ব্রাইটন। তবে কোনোমতেই গোল দিতে পারছিল না তারা। একের পর এক প্রচেষ্টা ব্যর্থ হচ্ছিল। যা দেখে অনেকে হয়ত ভেবেই নিয়েছিলেন , ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। কিন্তু তা হয়নি।

ম্যাচের ইনজুরি টাইমে গোল করে একদম অন্তিম সময়েই দলকে লিড এনে দেন ব্রাইটনের জাপানিজ মিডফিল্ডার কাউরু মিতোমা। এ হারে এফএ কাপ ২০২৩ এর চতুর্থ রাউন্ড থেকে বাদ পড়লো ইয়োর্গেন ক্লপের দল।

Advertisement
Share.

Leave A Reply