fbpx

মিরাজ রোমাঞ্চে জয় পেল বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের বিপক্ষে বাংলাদেশের টার্গেট ছিল মাত্র ১৮৭ রান। জবাবে ১৩৬ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ। মাঠ ও মাঠের বাইরে তখন টাইগাররা হেরে যাবে এমনটাই শোনা যাচ্ছিল। কিন্তু ক্রিকেট যে অনিশ্চিয়তার খেলা। শেষ পর্যন্ত মেহদী মিরাজের রোমাঞ্চে এক উইকেটে এসে জয় পেল বাংলাদেশ।

মিরাজ রোমাঞ্চে জয় পেল বাংলাদেশ

সহজ রান তাড়া করতে নেমে বিপর্যস্ত বাংলাদেশ

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে রোহিত-কোহলির দল। শুরুতে বেশ ধীরে-সুস্থেই ব্যাটিং করেন দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। ১৭ বলে মাত্র ৭ রান করেই মেহেদী মিরাজের বলে সাজঘরে ফেরেন ধাওয়ান। পাওয়ারপ্লেতে ১ উইকেটে ৪৮ রান তোলে ভারত।

এরপর ১১তম ওভারে রোহিত শর্মা এবং ভিরাট কোহলিকে আউট করে ভারত শিবিরে বড় ধাক্কা দেন সাকিব আল হাসান। দলীয় ৪৯ রানেই ৩ উইকেট হারায় ভারত। রোহিত ৩১ বলে ২৭ এবং কোহলি ১৫ বলে করেন ৯ রান। ভারতীয় ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে ওয়ানডে ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে নেন লোকেশ রাহুল, ৭০ বলে করেন ৭৩ রান। শেষ পর্যন্ত ৪১.২ ওভারে সব উইকেট হারিয়ে ভারত তোলে মাত্র ১৮৬ রান। সাকিব আল হাসান ১০ ওভারে মাত্র ৩৬ রান খরচায় শিকার করেন ৫ উইকেট। ভারত শিবিরে ঝড় তোলা আরেক টাইগার বোলার ইবাদত হোসেন, ৮.২ ওভারে ৪৭ রান ব্যয়ে নিয়েছেন ৪ উইকেট।

মিরাজ রোমাঞ্চে জয় পেল বাংলাদেশ

লো স্কোরিং ম্যাচে বাংলাদেশের নিয়মিত উইকেট পতনে উচ্ছ্বাসে মাতে ভারতীয় ক্রিকেট দল

জবাবে শুরুতেই টাইগার ব্যাটার নাজমুল শান্ত করেন হতাশ। বিনা রানেই উইকেট হারায় বাংলাদেশ। ২৬ রানের মাথায় আরেক ওপেনার এনামুল হক বিজয়কে হারায় টাইগাররা। দলীয় ৭৪ রানে সাজঘরে ফেরেন অধিনায়ক লিটন দাশ। লিটনের পর বাইশ গজে আশার আলো দেখান সাকিব আল হাসান। কিন্তু ৩৮ বলে ২৯ রান করে সাকিবও ধরেন প্যাভিলিয়নের পথ। ম্যাচ থেকে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

এরপর মাহমুদুল্লাহ্ রিয়াদ আর মুশফিক দলের হাল ধরতে চাইলেও পেরে ওঠেননি। রিয়াদ করেন ১৪ আর মুশফিক ১৮। তাদের দুজন প্যাভিলিয়নে ফেরার পর ভরসার পাত্র ছিলেন আফিফ। এ ফিনিশারও ছিলেন অনুজ্জ্বল। মাত্র ৬ রানেই শেষ হয় তার ইনিংস। আফিফের পর বাইশ গজে আসেন মেহেদী মিরাজ।

মিরাজ রোমাঞ্চে জয় পেল বাংলাদেশ

কঠিন পরিস্থিতি থেকে দলকে জয় তুলে দেন মেহেদী মিরাজ

দলীয় ১৩৬ রানে নবম উইকেট হারায় বাংলাদেশ। তখন সবাই ধরেই নিয়েছেন টাইগারদের ভারতের বিপক্ষে আরেকটি পরাজয়। তবে তখনো যে মিরাজ শো বাকি তা হয়তো অনেকেই জানতো না।

বাইশ গজে থাকা মিরাজ ধীরে ধীরে হয়ে ওঠেন টাইগারদের আশার ফুল। তার ব্যাট থেকে আসা শুরু করে একের পর এক বাউন্ডারি। কিন্তু তা হয়তো শুধু হারের ব্যবধানটাই কমছে, হয়তো এমনটাই ছিল দর্শকদের ভাবনা। কিন্তু মিরাজ ছিলেন আত্মবিশ্বাসী। দলকে খাদের কিনারা থেকে তুলে আনতে একাই নেন দায়িত্ব।

মিরাজ রোমাঞ্চে জয় পেল বাংলাদেশ

মিরাজের হুঙ্কার

শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় মিরাজের ৩৮*(৩৯) রানে ‘লো স্কোরিং’ ম্যাচে এক উইকেট হাতে রেখে জয়ের প্রান্তে চলে যায় বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। বুধবার মিরপুরে বেলা ১২টায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি।

Advertisement
Share.

Leave A Reply