fbpx

মুখোমুখিতে বাংলাদেশ-ভারত পরিসংখ্যান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এখন পর্যন্ত চলতি ওয়ানডে বিশ্বকাপ যাত্রা বাংলাদেশের জন্য খুব একটা সুখকর হয়নি। ৩ ম্যাচ খেলে জয় মাত্র একটি। টানা দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে আছে সাকিব আল হাসানের দল। তবে পরাজয়ের এই বৃত্ত ভেঙে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশ শিবিরে।

রোহিত-কোহলিদের নিয়ে গড়া ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে জয়ের জন্য দলীয় পারফরম্যান্স প্রয়োজন বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

পুনেতে স্বাগতিক ভারতের বিপক্ষে ৪১তম ওয়ানডে ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। এর আগের ৪০ লড়াইয়ে যোজন যোজন এগিয়ে ভারত। ৪০ ম্যাচের মধ্যে ৩১ টিতেই জিতে বসে আছে রোহিতরা। বিপরীতে বাংলাদেশের জয়ের সংখ্যা মাত্র ৮। আর একটি ম্যাচ বাতিল হয়েছে।

তবে সবশেষ ৪ বারের সাক্ষাতে এগিয়ে রায়েছে টাইগাররা। সাকিবদের ৩ জয়ের বিপরীতে কোহলিদের জয় মাত্র একটি। গত নভেম্বরে দেশের মাটিতে ২-১ ব্যবধানে হারানোর পর এশিয়া কাপেও দারুণ এক জয় তুলে নেয় বাংলাদেশ।

বিশ্বকাপের পরিসংখ্যানেও এগিয়ে আছে শক্তিশালী ভারত। দুদলের চারবারের লড়াইয়ে একটি মাত্র জয় বাংলাদেশের। ২০০৭ সালে ক্যারিবিয়ান অঞ্চলে অনুষ্ঠিত আসরে ভারতকে উড়িয়ে দিয়েছিল টাইগাররা। ২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশকে হারায় টিম ইন্ডিয়া।

যদিও সাকিব আল হাসানকে নিয়ে শঙ্কা কাটেনি। তবুও আশা করা হচ্ছে একাদশে থাকবেন তিনি। তাকে নিয়ে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ?

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

Advertisement
Share.

Leave A Reply