fbpx

মুনিমকে বাংলাদেশ দলের ভবিষ্যত মনে করেন সাকিব

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিপিএলের চার ম্যাচে ফরচুন বরিশালের হয়ে ওপেনার মুনিম শাহরিয়ারের রান। এই মাঝারি মানের রানসংখ্যা আপাত দৃষ্টিতে তেমন আহামরি মনে নাও হতে পারে। তবে যারা মুনিমের খেলা দেখেছে তারা একবাক্যে স্বীকার করবে, মুনিমের ভয়ডরহীন খেলা বরিশালকে পাওয়ায় প্লেতে কতোখানি স্বস্তি এনে দিচ্ছে।

আফগানিস্তানের বিপক্ষে তামিমের ‘শূন্যস্থানে’ তিনি নির্বাচকদের বিবেচনায় থাকবেন কি থাকবেন না, সেই প্রশ্ন না হয় এই মুহূর্তে তোলাই থাক। তবে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের চোখে মুনিম ‘১০০-তে ১০০’। জাতীয় দলে খেলার সকল গুণই নাকি সাকিব দেখতে পাচ্ছেন মুনিমের মধ্যে!

“বাংলাদেশ দলের হয়ে খেলার মতো সব গুণই ওর আছে। ও দারুণ স্ট্রাইকার, টাইমিং বেশ ভালো”-বলছিলেন সাকিব। 

মুনিমকে বাংলাদেশ দলের ভবিষ্যত মনে করেন সাকিব
মুনিমের আগ্রাসী ব্যাটিং নজর কেড়েছে সবার

“মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে।” 

যেই মুনিম শাহরিয়ারকে নিয়ে বর্তমানে এতো আলোচনা, ভাগ্যের নির্মম পরিহাসে বিপিএলের ড্রাফটেই তাঁকে রাখা হয়নি। অথচ, সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ১৪০-এর ওপর স্ট্রাইক রেটে ৩৫০-এর ওপর রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার। পরবর্তীতে বরিশালে নিয়ে আসা হলেও করোনায় আক্রান্ত হয়ে খেলা হয়নি প্রথমদিকের ম্যাচগুলো। আর চার ম্যাচ শেষে সাকিবের চোখে সেই এখন বিপিএলের অন্যতম আবিষ্কার।

সাকিবের মতে, “নিঃসন্দেহে সে এবারের বিপিএলের সেরা আবিষ্কার। ভবিষ্যতের জন্য তার ব্যাপারে আমাদের যত্ন নিতে হবে।” 

Advertisement
Share.

Leave A Reply