fbpx

যুক্তরাজ্যে অক্সফোর্ডের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বে প্রথম দেশ হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্য। বুধবার এক বিবৃতিতে ব্রিটিশ স্বাস্থ্য দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয় ‘কোভিড-১৯ এর ভ্যাকসিন হিসেবে ব্যবহারের জন্য ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রণ সংস্থার সুপারিশে সরকার এই ভ্যাকসিন গ্রহণ করেছে।’

এর আগে দেশটিতে ফাইজার-বায়োএনটেক-এর ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়েছিল।

কার্যকর ও সফলতার দৌড়ে শুরু থেকেই এগিয়ে ছিল অক্সফোর্ডের ভ্যাকসিন। তবে সেপ্টেম্বরে, এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা চূড়ান্ত ধাপে থাকা পরীক্ষা সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। গবেষকেরা পরে জানান, ওই অসুস্থতা টিকা সংক্রান্ত ছিল না।

৮ ডিসেম্বর, মেডিসিন জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত গবেষণায় বলা হয়, অক্সফোর্ডের ভ্যাকসিন কার্যকর ও নিরাপদ। এরপর, ২৭ ডিসেম্বর ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান জানায়, করোনাভাইরাসের উইংনিং ফর্মুলা পেয়ে গেছে তারা। এর দুই দিনের মাথায় ভ্যাকসিনের অনুমোদন দেয় যুক্তরাজ্য।

এরইমধ্যে অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে ১০০ মিলিয়ন ডোজ ভ্যকাসিন অর্ডার করেছে যুক্তরাজ্য। অর্থাৎ ৫০ মিলিয়ন মানুষকে দুই ডোজ করে এ টিকা দেওয়া যাবে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে এরমধ্যেই ভারত সরকারের কাছে আবেদন করেছে সেরাম ইনস্টিটিউট।

 

Advertisement
Share.

Leave A Reply