fbpx

রাহুল ও আইয়ারকে নিয়ে ভারতের এশিয়া কাপ দল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

লম্বা সময় ইনজুরি নিয়ে মাঠের বাইরে ছিলেন লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার। তবে এবার দলে ফিরলেন তারা। তাদের নিয়েই এশিয়া কাপের দল ঘোষণা করল ভারত।

যদিও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি রাহুল। তবুও দলে রাখা হয়েছে তাকে তবে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে তাকে না দেখার সম্ভাবনাই বেশি। তবে ব্যাট হাতে নেওয়ার জন্য পুরোপুরি ফিট আইয়ার।

রোহিত শর্মাকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার। দলে নতুন মুখ এসেছেন বাঁহাতি ব্যাটার তিলক ভার্মা। তবে ১৭ সদস্যের স্কোয়াডে জায়গা পাননি লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল।

আগামী ২ সেপ্টেম্বর পাল্লেকেলেতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের এশিয়া কাপ। গ্রুপ পর্বে অপর ম্যাচে ৪ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে লড়বে তারা।

এশিয়া কাপে ভারতের ১৭ জনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহম্মদ শামি, মোহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, প্রসিদ্ধ কৃষ্ণ।
রিজার্ভ: সঞ্জু স্যামসন।

Advertisement
Share.

Leave A Reply