fbpx

‘রিয়াদের অধিনায়ক থাকাটা গুরুত্বপূর্ণ না’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অধিনায়ক রিয়াদের মতোই ব্যাটসম্যান রিয়াদের সময়টাও ভালো যাচ্ছিলো না। ব্যাট হাতে রান নেই, ম্যাচ শেষে জয় নেই। জিম্বাবুয়ে সফরের আগে টি-টোয়েন্টি সিরিজ থেকে তাই রিয়াদকে বিশ্রাম দেয়ার চিন্তা করেছে বিসিবি। যদিও ওয়ানডেতে ঠিকই খেলবেন সাইলেন্ট কিলার।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে ক্রিকেটারদের সঙ্গে মধ্যাহ্নভোজের পর গণমাধ্যমের সাথে কথা বলেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সেখানকে রিয়াদকে নিয়ে প্রশ্ন করা হলে সুজন বলেন, রিয়াদের ওপর থেকে আস্থা হারায়নি বিসিবি।

‘রিয়াদ দলে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে, সেটা আমরা সবাই বিশ্বাস করি। আর এজন্য তার অধিনায়ক হওয়াটা গুরুত্বপূর্ণ না। সে এত দিন নেতৃত্ব দিয়েছে। হয়তো আমাদের টি-টোয়েন্টি দলটা ওইভাবে মেলে ধরতে পারেনি। কিন্তু এখন রিয়াদ ওই চাপ থেকে বেরিয়ে এসে খেলুক’- বলছিলেন খালেদ মাহমুদ সুজন

চাপ থেকে বেরিয়ে এসে রিয়াদ কতটা ভালো খেলেন সেটাই এখন দেখার অপেক্ষা। রিয়াদ বলেই হয়তো সকলের রিয়াদে বিশ্বাস আছে। আস্থার প্রতিদান দিতে পারেন বলেই তো রিয়াদ ‘সাইলেন্ট কিলার’।

Advertisement
Share.

Leave A Reply