fbpx

রোহিতের ফিফটিও সিরিজ হার এড়াতে পারল না

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শেষবার ২০১৫ সালে ঘরের মাটিতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর আবারো একই প্রতিপক্ষের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়। দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৫ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজ জিতে নিলো বাংলাদেশ।

বাংলাদেশের দেয়া ২৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে পাওয়ারপ্লেতে মাত্র ৩৯ রান যোগ করেই সাজঘরে ফেরেন তিন ব্যাটার ভিরাট কোহলি (৫), শিখর ধাওয়ান (৮) এবং ওয়াশিংটন সুন্দর (১১)। লোকেশ রাহুলও ফিরেছেন ২৮ বলে ১৪ রান করে।

এরপর দলের হাল ধরেন শ্রেয়াস আইয়ার এবং অক্ষর প্যাটেল, দুজন মিলে গড়েছেন ১০৭ রানের পার্টনারশিপ। শ্রেয়াস করেছেন ১০২ বলে ৮২ রান এবং অক্ষরের ব্যাট থেকে এসেছে ৫৬ বলে ৫৬ রান। ৪ ওভারের মধ্যেই এ দুজন আউট হোলে কিছুটা বিপাকে পড়ে ভারত। তবে, আঙ্গুলের ইনজুরি নিয়েও ক্রিজে নেমেছেন অধিনায়ক রোহিত শর্মা, মনে করিয়ে দিয়েছেন ২০১৮ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ইনজুরি নিয়েও তামিম ইকবালের সেই ইনিংসের কথা! ২৮ বল খেলে রোহিত করেছেন অপরাজিত ৫১ রান, তবে কাজের কাজটা হয়নি।

শেষ পর্যন্ত ৫০ ওভারে ভারত থেমেছে ৯ উইকেট হারিয়ে ২৬৬ রানে। বাংলাদেশের পক্ষে ৪৫ রানে তিন উইকেট নিয়েছেন ইবাদত হোসেন। মিরাজ এবং সাকিব পেয়েছেন দুইটি করে উইকেট। এর আগে মিরাজের অপরাজিত ১০০ এবং মাহমুদউল্লাহ রিয়াদের ৭৭ রানের ইনিংসে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ২৭১ রান।

Advertisement
Share.

Leave A Reply