fbpx

লতার স্মরণে শ্রদ্ধায় বাংলাদেশি তারকারা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২৭ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন লতা মঙ্গেশকর। তবে তিনি রয়ে গেলেন কোটি ভক্ত ও ভালোবাসার মানুষের মনে। ৬ ফেব্রুয়ারি সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছরে মারা গেছেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করে তাকে নিয়ে স্মৃতিচারণ করছেন বাংলাদেশি তারকারাও।

জাদুকর জুয়েল আইচ লিখেন, ‌’আমাদের জ্ঞান হওয়ার পর থেকে তাঁর গানে আপ্লুত ছিলাম। আমৃত্যু থাকবো। তাঁর ঋণ কখনো শোধ হবেনা।’

সঙ্গীতশিল্পী পান্থ কানাই লতার একটি ছবি পোস্ট করে একটি শব্দ লিখেন ‘প্রণাম’।

জয়া আহসান তার শোক প্রকাশ করে লিখেন, ‘গানের হৃদয়ে কোমল স্পর্শ, দোসর সুরে আজীবন, সুর ঝরা এই জীবনের পথে লতা নামের অনুরণন…সুর সম্রাজ্ঞী অন্তরে থাকুন।’

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেন, ‘বিদায়…..
সুরের দেবী লতা মুঙ্গেশকর’।

অভিনেতা শতাব্দী ওয়াদুদ লিখেন, ‌’ওপারে ভালো থাকবেন লতা মুঙ্গেশকর !!! আপনার আত্মার শান্তি কামনা করছি !
বিনম্র শ্রদ্ধা !!!’

সঙ্গীতশিল্পী আলিফ আলাউদ্দিন স্মৃতিচারণ করে লিখেন, ‌’
কলকাতার ৪০০ বছর, কলকাতা স্টেডিয়ামে সংবর্ধনা দেয়া হয় শ্রদ্ধেয় রুনা লায়লা আন্টি, ভূপেন হাজারীকা, আব্বু (আলাউদ্দীন আলী) সহ কিংবদন্তি লতা মঙ্গেশকরকে। মনে আছে আমরা উঠেছিলাম গ্র্যান্ড ওবেরয় হোটেলে। লতা মঙ্গেশকরের সাথে আমার সংগীতের চেনা জানা মা-খালাদের মাধ্যমে। একই হোটেলে আম্মু আর লতাজি আছেন, এটা চিন্তা করেই আম্মুর চোখ মুখ জ্বল জ্বল করছিল। তারপর আসলো সেই মাহেন্দ্রক্ষণ, রুনা আন্টি আমাদের নিয়ে যাবেন কিংবদন্তি লতা মঙ্গেস্করের রুমে। লিফ্টে আম্মু রুনা আন্টিকে বললেন “রুনা আপা আমার খুব নার্ভাস লাগছে”, রুনা আন্টি হাসলেন, বললেন “it’s okay”। উনার হোটেল সুইট রুমে ঢুকে বসলাম। উনি রুম থেকে বের হতেই সবাই দাঁড়িয়ে গেলাম। কেমন যেন দ্যুতিময় তিনি। কিছুক্ষণ কথা তারপর ছবি তোলার পালা, কিংবদন্তি নিজেই তাঁর পাশে আমাকে আদর করে বসালেন ছবি তুললেন। তানি লায়লা (রুনা আন্টির কন্যা) সেও ছবি তুললো।এবারে মা’র ছবি তোলার পালা, লতাজি উঠে দাঁড়াতে যাচ্ছেন আম্মু তাঁর পাশে দাঁড়িয়ে থাকলেন উনাকে উঠতে দিলেন না। আমি অবাক হয়ে দেখলাম কি অদ্ভুত শ্রদ্ধাবোধ। এটা আমার আব্বু আম্মু দুজনেরই ছিল। আজ উনার চলে যাওয়াটা আমার ছোট বেলার অনেক স্মৃতি সাথে নিয়ে চলে যাবার মত লাগছে। ছোটবেলায় দুপুরের ভাত খেয়ে মার সাথে শুয়ে শুয়ে লতাজির গান শোনা ছিল প্রায় প্রতিদিনের রুটিন। ভাল থাকবেন হে কিংবদন্তি। ধন্যবাদ এই স্মৃতিগুলোর জন্যে। ভাল থেকো মা।’

আঁখি আলমগীর কিছু ছবি পোস্ট করেন। তিনি বলেন ,‌‘আমি যে লতাজীর কি পরিমাণ ভক্ত সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। ছোটবেলায় উনার গান ক্যাসেট প্লেয়ার ও রেডিওতে শুনে শুনে মুখস্ত করে ফেলতাম।’

কিংবদন্তী সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর আর নেই

সাধারণ পরিবার থেকে যেভাবে কিংবদন্তি হয়ে ওঠেন লতা

Advertisement
Share.

Leave A Reply