fbpx

লা লিগার ২৭ তম শিরোপা নিশ্চিত করলো বার্সেলোনা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তিন মৌসুম পর লা লিগার শিরোপা পুনরুদ্ধার করলো বার্সেলোনা। এটি বার্সেলোনার ২৭ তম লিগ শিরোপা। চার ম্যাচ হাতে রেখেই ২০২২-২০২৩ মৌসুমের শিরোপা নিশ্চিত করলো কাতালান জায়ান্টরা।

আগের ২৬ শিরোপার ১০টিই বার্সেলোনা জিতেছে একবিংশ শতাব্দীতে। ক্লাবের ইতিহাসের সেরা তারকা লিওনেল মেসির উপস্থিতিতে। সেই হিসেবে ১৯৯৯ সালের পর এই প্রথম বার্সেলোনা মেসিকে ছাড়া লিগ শিরোপার স্বাদ পেল।

রোববার রাতে এস্পানিওলের বিপক্ষে জয়ের পরে ৩৪ ম্যাচে  বার্সার পয়েন্ট ৮৫। সমান ম্যাচে খেলে ৭১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।

এবার মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত ফর্মে থাকলেও লিগের শেষ দিকে এসে মোটেই সুবিধা করতে পারেনি দলটি। তুলনামূলক দুর্বল দলগুলোর সাথেও পয়েন্ট খুইয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। সুযোগটা ভালোভাবেই কাজে লাগায় বার্সা।

জাভির দূরদর্শী কোচিং আর তরুণ-অভিজ্ঞ খেলোয়াড়দের নজরকাড়া পারফরম্যান্সে এক এক করে এগোতে থাকে। অন্যদিকে খেই হারানোয় বার্সার সঙ্গে দূরত্ব বাড়ে লস ব্লাঙ্কোসদের।

রোববার  রাতে এস্পানিওলের বিপক্ষে জিতলে কোনো প্রকার হিসাব-নিকাশ ছাড়াই লা লিগার শিরোপা যাবে বার্সেলোনার ঘরে এমন সমীকরণ সামনে রেখেই মাঠে নেমেছিলেন রবার্ট লেভানডফস্কিরা। মাঠে নামার পর নিজেদের কাজটি ঠিকঠাকই করেছেন জাভির শিষ্যরা। এস্পানিওলকে তাদেরই মাঠে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে লিগ শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। দুই গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন লেভানডফস্কি।

২০২১ সালে বার্সার কোচের দায়িত্ব নেওয়ার পর সুপারকোপা জেতে কাতালানরা। এবার জাভির হাতে উঠলো স্প্যানিশ লা লিগার শিরোপা।দলের খেলোয়ার হিসেবে লা লিগা জিতেছেন অনেকবার তবে কোচ হিসেবে এটিই জাবির প্রথম লা লিগা শিরোপা।

লা লিগায় এখনও সবচেয়ে বেশিবার শিরোপাজয়ী দল রিয়াল মাদ্রিদ। সব মিলিয়ে ৩৫ বার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। যেখানে দুইয়ে থাকা বার্সার শিরোপার সংখ্যা ২৭টি।

Advertisement
Share.

Leave A Reply