fbpx

লিটন নয়, শেষ ম্যাচের অধিনায়ক মোসাদ্দেক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ব্যাট হাতে বাজে সময় কাটাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই ব্যাটারের ক্যাপ্টেন্সি নিয়েও চারদিকে সমালোচনার জোয়ার। তাই জিম্বাবুয়ে সিরিজে তাঁকে বিশ্রাম দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দলের অধিনায়ক করা হয় নুরুল হাসান সোহানকে। দ্বিতীয় ম্যাচে সোহান ইনজুরিতে পড়ায় ধারণা করা হচ্ছিল, শেষ ম্যাচে লিটন কুমার দাশই হতে পারেন অধিনায়ক।

তবে সোমবার বিসিবি থেকে জানানো হয়েছে, আগের ম্যাচেই দারুণ বোলিং করা অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে শেষ ম্যাচের জন্য অধিনায়ক করা হয়েছে। এছাড়া, আঙ্গুলের ইনজুরিতে দল থেকে ছিটকে যাওয়া সোহানের পরিবর্তে দলে ডাক পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টির পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়েতেই আছেন রিয়াদ।

সিরিজের প্রথম ম্যাচে ১৭ রানে হারলেও, দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সৈকতের অনবদ্য পারফরম্যান্সে টাইগাররা জেতে ৭ উইকেটে। সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে সিরিজ জয়ের মিশনে মঙ্গলবার হারারেতে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় মাঠে নামবে টাইগাররা।

Advertisement
Share.

Leave A Reply