fbpx

লিলিথ’স ফ্যাশনে পোশাকের সঙ্গে বাসন্তী মাস্কও

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

‘একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি,তাই নিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী…।’

এ ছোঁয়া রঙের, এই কথা গানের। রঙের সাথে গান মিলেই তো উৎসব। উৎসব মানেই ঘর ছেড়ে বেরুনো। উৎসব মানেই মিলন। উৎসব মানেই নিজেকে মেলে ধরা।

এবারের বসন্ত উৎসব এক ভিন্ন পরিবেশে, ভিন্ন পরিস্থিতিতে। এখনও আমরা মুক্ত হতে পারিনি করোনার রাহুগ্রাস থেকে। এখনও তাই উদ্বেগ উৎকণ্ঠাকে পুরোপুরি ঝেড়ে ফেলার সময় আসে নি। তাই বলে জীবনের রঙ কি মুছে দেয়া যায়? কখনোই নয়। তাইতো চলছে বসন্ত ওয়েভ। চলছে রঙে-গানে বসন্ত বরণের প্রস্তুতি।

লিলিথ’স ফ্যাশনের উদ্যোক্তা ইলোরা লিলিথ বলেন, ‘উৎসবে সামিল হতে হবেই। তবে এবার দরকার বাড়তি সতর্কতা। তাই সবাইকে বলব, উৎসবে মাতুন নিজের সুরক্ষা নিশ্চিত করে। অপরের সুরক্ষায় থাকুন সদা সচেতন। আমাদের পণ্যের মধ্যে আছে তাই করোনাকালের নিত্য দিনের সঙ্গী মাস্ক। এ মাস্ক নিয়ে আমরা কিছু এক্সপেরিমেন্ট করেছি। একে বাসন্তী সাজে ডিজাইন করেছি।’

লিলিথ’স ফ্যাশনে পোশাকের সঙ্গে বাসন্তী মাস্কও

লিলিথ’স ফ্যাশনের ভিন্নতাধর্মী শাড়ি। ছবি : ফেইসবুক

নিজের ব্র্যান্ড সম্পর্কে তিনি বলেন, ‘আমার মূল আগ্রহের বিষয় কাপল বা ম্যাচিং ড্রেস, পার্টি ড্রেস ও ব্লাউজ। পণ্যের গুণগত মান আমি ব্যক্তিগতভাবে সকল নিয়ম মেনে করেছি। বাকিটা ভোক্তাদের ওপর। পণ্য ভালো হওয়ায় সাড়াও পাচ্ছি ভালো।’

লিলিথ’স ফ্যাশনে পোশাকের সঙ্গে বাসন্তী মাস্কও

আছে বাসন্তী মাস্কও। ছবি : ফেইসবুক

লিলিথ’স ফ্যাশনের ফেইসবুক পেইজের লিংক : https://www.facebook.com/leelithsfashion/?ref=page_internal

Advertisement
Share.

Leave A Reply