fbpx

শক্তিশালী ভূমিকম্পের আঘাত তাইওয়ানে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পূর্ব এশিয়ায় অবস্থিত তাইওয়ানের পূর্ব উপকূলের কম জনবহুল অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার এই অঞ্চলে ভূমিকম্পটি ৪.৬ মাত্রায় আঘাত হেনেছে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড)। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির আবহাওয়া ব্যুরো জানিয়েছে, তাইওয়ানের তাইতুং কাউন্টি থেকে ১৬.৫ কিলোমিটার গভীর সমুদ্রে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

প্রতিবেদন থেকে জানা গেছে, তাইওয়ানের বৃহত্তর জনপদে সামান্য ভূমিকম্প অনুভূত হয়েছে। তাছাড়া তাইওয়ানের রাজধানী তাইপে ভূমিকম্প অনুভূত হয়নি। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত। যার কারণে তাইওয়ান ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত।

Advertisement
Share.

Leave A Reply