fbpx

শিরোপা জিতলো বায়ার্ন মিউনিখ!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত সপ্তাহে আরবি লাইপজিগের কাছে হেরে শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেয়েছিল বায়ার্ন। ওই হারে শিরোপা প্রায় হাতছাড়া হয়েই গিয়েছিল। বায়ার্ন মিউনিখকে পেছনে ফেলে বুন্ডেসলিগা শিরোপার খুব নিকটে পৌঁছে গিয়েছিল বরুশিয়া ডর্টমুন্ড।

গত রাতে ঘরের মাঠে মেইঞ্জের বিপক্ষে জিতলেই কোনো সমিকরণ ছাড়াই চ্যাম্পিয়ন হয়ে যেত ডর্টমুন্ড তবে শেষ ম্যাচে এসেই ঘরের মাঠে হোচট খেল বরুশিয়া ডর্টমুন্ড। ২-২ গোলে ড্র করেছে তারা। ফলে মৌসুম শেষে বায়ার্নের সাথে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে শিরোপা হাতছাড়া করল বরুশিয়া ডর্টমুন্ড।

ফল স্বরূপ মাঝ বরাবর ঝুলে থাকা বায়ার্ন মিউনিখ পেল শিরোপার দেখা। ভাগ্য যেনো তাদের হয়ে লিখে গেল বাকি গল্পটা। কোমান ও মুসিয়ালার গোলে কোলনের বিপক্ষে জয় পায় বায়ার্ন।

মেইঞ্জকে হারিয়ে বায়ার্নের ১০ বছরের একচ্ছত্র আধিপত্য ভেঙে দেওয়ার সুযোগ ছিল, বরুশিয়া ডর্টমুন্ড এর সামনে কিন্তু পারলেন না তারা। ডর্টমুন্ডের আশা ভেঙে মেইঞ্জ বায়ার্নকে তুলে দিলো শিরোপা।

অন্যদিকে শনিবার (২৭ মে) রাতে স্ত্রাসবুর্গের সঙ্গে ১-১ গোলে ড্র করেও ফ্রেঞ্চ লিগ ‘আঁ’-তে  রেকর্ড ১১তম শিরোপা জিতেছে প্যারিসের ক্লাবটি। শিরোপা জিততে শেষ দুই ম্যাচে পিএসজির প্রয়োজন ছিল কেবল ১ পয়েন্ট। মেসির গোলে সেই এক পয়েন্টের সমীকরণ এক ম্যাচ হাতে রেখেই ছুঁয়ে ফেললো দলটি।

গোল করার মাধ্যমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে ফেললেন মেসি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তার গোল এখন ৪৯৬।

Advertisement
Share.

Leave A Reply