fbpx

শৃঙ্খলা ভঙ্গের দায়ে সুজন-মাহেদীর জরিমানা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শৃঙ্খলা ভঙ্গের দায়ে জরিমানা করা হয়েছে খুলনা টাইগার্সের হেড কোচ খালেদ মাহমুদ সুজনকে। এছাড়াও ক্রিকেটার শেখ মাহেদী, নিকোলাস পুরান এবং মোসাদ্দেক হোসেন সৈকতও জরিমানার সম্মুখীন হয়েছেন।

ফরচুন বরিশালের বিপক্ষে খুলনার সবশেষ ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের দায়ে জরিমানা করা হয়েছে খুলনা টাইগার্সের হেড কোচ খালেদ মাহমুদ সুজনকে। যার ফলে তাঁর ম্যাচ ফি থেকে ৩০ শতাংশ জরিমানার পাশাপাশি যোগ করা হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।

রবিবার প্রথম এলিমিনেটরে বরিশালের বিপক্ষে ক্রীড়াসামগ্রী অপব্যবহারের ফলে রংপুর রাইডার্সের শেখ মাহেদীর ম্যাচ ফি থেকে ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে।

একই ম্যাচে জরিমানা গুণতে হচ্ছে আরেক রংপুর ব্যাটার নিকোলাস পুরানকে। মূলত পোশাক সম্পর্কিত নীতিমালা লঙ্ঘনের দায়ে তার ম্যাচ ফি থেকে অর্ধেকটাই কেটে নেয়া হয়েছে এবং তার রেকর্ডে দুটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে।

এছাড়াও লোগো নীতিমালা অমান্য করায় ম্যাচ ফির ২৫ ভাগ জরিমানা করা হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে। পাশাপাশি তার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply