fbpx

সাকিবের আউট: আম্পায়ারের ওপর ক্ষোভ ঝাড়লেন ম্যাশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পাকিস্তানের বিপক্ষে সাকিব আল হাসানের আউটে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এই সমালোচনায় যোগ দিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। নিজের ফেসবুকে লিখেছেন, ‘একেবারে জঘন্য সিদ্ধান্ত…। গো টু হেল ম্যান।’

শুধু ম্যাশই নয়, ভারতের ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া টুইট করেছেন, ‘সাকিবের ব্যাটটা মোটেও মাটি ছোঁয়নি। ব্যাটের ছায়ার দিকে মনোযোগ দিন। স্পাইক ছিল তখন। বলের ব্যাটে আঘাত করা ছাড়া অন্য কিছুই হতে পারে না। বাংলাদেশ বাজে আম্পায়ারিংয়ের শিকার হলো।’

বাংলাদেশি পেসার রুবেল হোসেন আক্ষেপ করে লিখেছেন, বাংলাদেশের সঙ্গেই কেন এমন হয়, ‘ওয়ার্ল্ড কাপের মতো একটা ইভেন্টে যদি এরকম ভুল হয় সত্যিই মানা খুব কষ্টকর। বাংলাদেশের সঙ্গেই কেন বারবার হয়।’

বাংলাদেশের ইনিংসের ১১তম ওভারে শাদাব খানের করা পঞ্চম বলে সাকিবের বিরুদ্ধে এলবিডাব্লিউর আবেদন ওঠে। দক্ষিণ আফ্রিকার আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক একটু সময় নিয়ে আঙুল তুলে দেন। সঙ্গে সঙ্গেই সাকিব রিভিউ নেন। টিভি রিপ্লেতেও দেখা যায় বল প্যাডে লাগার আগে সাকিবের ব্যাটের নিচের অংশে আঘাত হানে। তবে অবাক করে দিয়ে টিভি আম্পায়ার জিম্বাবুয়ের ল্যাংটন রুসেরে সাকিবকে আউট দিয়েছেন।

আউট হওয়ার পর মাঠেই বিস্ময় প্রকাশ করেন সাকিব। ফিল্ড আম্পায়ারের কাছে জানতে চেয়েছিলেন আউট হওয়ার কারণ। কিন্তু তখনও মাঠ ছাড়তে চাচ্ছিলেন না। আম্পায়ারের সিদ্ধান্তকে চূড়ান্ত ধরে সাকিবকে মাঠ ছাড়ার অনুরোধ করেন মাঠে থাকা দুই আম্পায়ার। গুরুত্বপূর্ণ সময়ে সাকিবের বিতর্কিত আউটে ছন্দপতন হয় বাংলাদেশের।

তবে এটিই প্রথমবার নয়। বাংলাদেশ ও ভারতের ম্যাচেও আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয় বাংলাদেশ। ভারতের বিপক্ষে বাংলাদেশের ৫ রানে হারের পর আলোচনায় ছিল ‘ফেক ফিল্ডিং’ এবং ভেজা মাঠে খেলানো। আর রবিবার পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আরও একবার দেখা গেলো বিতর্কিত সিদ্ধান্ত।

Advertisement
Share.

Leave A Reply