fbpx

সাকিবের পর ভিসা জটিলতায় মিঠুন-মুমিনুলরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ ‘এ’ দলের রবিবার ভারত সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু, ভারতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে দুঃসংবাদ পেল ক্রিকেটাররা। ভিসা জটিলতায় পড়েছে মোহাম্মদ মিঠুনের দল। ফলে, পিছিয়ে যাচ্ছে ভারত সফর।

শনিবার এক সংবাদ সম্মেলনে ক্রিকেট বোর্ডের মিডিয়া চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু জানান, “ক্রিকেটারদের ভিসার কাজ এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি। ভিসা পেতে আমাদের ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন দরকার। পূজার ছুটির কারণে হাইকমিশনে ভিসা কার্যক্রমও বন্ধ, তাই ভিসা পেতে দেরি হচ্ছে।”

তবে দ্রুতই টাইগাররা ভিসা হাতে পাবে বলে আশা করছেন টিটু। এ প্রসঙ্গে তিনি বলেন, “কমিটির সাথে যোগাযোগ করে প্রক্রিয়া এগিয়ে রাখা হয়েছে। আমাদের দিক থেকেও চেষ্টা করা হচ্ছে যেন দ্রুতই ভিসা পাই। আরও দুই দিন লাগতে পারে। সেক্ষেত্রে অনুশীলনের জন্য একটু কম সময় পাবে বাংলাদেশ দল।”

চলতি মাসের ১২ তারিখ থেকে প্রথম চারদিনের ম্যাচ দিয়ে তামিলনাড়ুর বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ শুরু হওয়ার কথা আছে। এরপর ১৯ অক্টোবর শুরু হবে দ্বিতীয় ম্যাচ। তিনটি ওয়ানডে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

চার দিনের ম্যাচের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম ও এনামুল হক।

ওয়ানডে ম্যাচের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক (বিজয়), মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানভীর ইসলাম, শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম, রিশাদ হোসেন ও রেজাউর রহমান রাজা।

Advertisement
Share.

Leave A Reply