fbpx

সাকিবের সতীর্থ হচ্ছেন বাবর আজম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ওয়ানডে ক্রিকেটের নম্বর ওয়ান ব্যাটসম্যান বাবর আজম হতে চলেছেন সাকিব আল হাসানের সতীর্থ।
আসন্ন ২০২৪ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন পাকিস্তানের বাবর। বিদেশি ক্রিকেটার হিসেবে পাকিস্তানের অধিনায়কের সঙ্গে বুধবার রাতে সরাসরি চুক্তির ইঙ্গিত দিয়েছে রংপুর ফ্র্যাঞ্চাইজিটি।

যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি কিন্তু রংপুর রাইডার্সের ফেসবুক পোস্টে বিষয়টি তারা নিশ্চিত করেছে।

এর আগে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে সাকিব আল হাসানকেও দলে নিয়েছে রংপুর রাইডার্স। নিজেদের ফেসবুক পেজে মঙ্গলবার এক ভিডিওতে সাকিবকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক।
ভিডিওতে তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সাকিব আল হাসান এবারের বিপিএলে রংপুর রাইডার্সের সঙ্গেই থাকবে। ২০১৯ সালে আমরা একবার সাকিব আল হাসানকে সাইন করিয়েছিলাম। দুর্ভাগ্যবসত সে বছর বিপিএল অনুষ্ঠিত হয়নি। গত তিন-চার বছর ধরেই আমাদের ইচ্ছে ছিল সাকিব রংপুরে খেলবে। রংপুর সাকিবকে খেলাবে। এবার ইনশাআল্লাহ সেই স্বপ্নটা বাস্তবায়িত হবে।

এ ছাড়া গত আসরে রংপুরে খেলা ক্রিকেটারদের মধ্য থেকে তিনজনকে ধরে রেখেছে তারা। এ তালিকায় আছেন শেখ মেহেদী, নুরুল হাসান সোহান ও হাসান মাহমুদ।

Advertisement
Share.

Leave A Reply