fbpx

সাপ-গরুর বন্ধুত্বের ভিডিও ভাইরাল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সাপ চুরি করে গাভীর দুধ পান করে, এমন গল্প আমরা অনেকেই শুনেছি। কিন্তু গরু বা গাভীর সঙ্গে সাপের বন্ধুত্বের গল্প খুব একটা শোনা যায় না। তবে এবার দেখা গেলো সাপ-গরুর সু সম্পর্কের ভিডিও।

সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল এই ভিডিও। ভারতীয় বন পরিষেবা অফিসার সুসান্ত নন্দা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম X-এ ভিডিওটি শেয়ার করেছেন।

১৭ সেকেন্ডের ভিডিওটিতে একটি বাদামী গরু এবং একটি বিষধর কোবরা সাপকে একে অপরের সাথে খেলতে দেখা গেছে। প্রথমে গরুটি কোবরাটির একদম ফনার সামনে এসে সাপটিকে শুকে দেখে। এরপর অপ্রত্যাশিতভাবে স্নেহভরে গরুটি এই রাগী বিষধরের মুখ চেটে দেয়! তারচেয়েও আশ্চর্যের বিষয় হচ্ছে সাপটিও গরুটিকে ছোবল না দিয়ে একদম স্বকাভাবিক থাকে। তাদের মধ্যে ভয় বা লড়াই করার প্রবণতা দেখা যায় না।

এই ভিডিওটি দেখে বোঝা যায় যে, প্রকৃতি আসলে অতোটা জটিল না। প্রকৃতির সব কিছুতেই একটি নিজস্ব শান্তিপূর্ণ ভাষা আছে। যেটা মানুষের বোধশক্তির উর্ধ্বে। ভিডিওর গরু এবং বিষধর কোবরা হয়ত সেই ভাষাতেই  নিজেদেরকে বুঝে একে অপরকে সহজভাবে নিয়েছে।

তবে কিছু সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারী ভিডিওটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে যে, এটি কেবল একটি তৈরি করা ভিডিও কীনা।

Advertisement
Share.

Leave A Reply