fbpx

স্ত্রী ছেড়ে যাওয়ার পর ১৮ নারীকে খুন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের হায়দরাবাদের এক ব্যক্তিকে ছেড়ে চলে গিয়েছিল তার স্ত্রী। এরই জেরে মোট ১৬ জন নারীকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর পরেও জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছিল ওই সিরিয়াল কিলার।

অবশেষে এবার তাকে গ্রেফতার করেছে পুলিশ। খুন ছাড়াও, লুঠপাটের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

রাচাকোণ্ডা পুলিশ এবং নর্থ জোন কমিশনারের টাস্কফোর্সের যৌথ অভিযানে মঙ্গলবার মাইনা রামুলু নামের ৪৫ বছর বয়সি ওই সিরিয়াল কিলারের নাগাল মেলে। ৪৫ বছরের রামুলুর বিরুদ্ধে এর আগে ২১টি মামলা ঝুলছিল, যার মধ্যে ১৬টি খুনের মামলা, ৪টি সম্পত্তি সংক্রান্ত জালিয়াতি এবং পুলিশের হাত ছাড়িয়ে পালিয়ে যাওয়ার মতো মামলাও ছিল।

রামুলুর বিরুদ্ধে যে ১৬টি খুনের মামলা ছিল তাতে নিহতরা সবাই নারী। সেই মামলায় আদালতে দোষী সাব্যস্তও হওয়ার পরেও তেলঙ্গানা হাইকোর্টে আবেদন জানিয়ে জেলের বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয় সে। তবে সম্প্রতি নতুন করে দাখিল হওয়া ২টি খুনের মামলায় তার নাম উঠে আসে। এরপরেই তাকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ২১ বছর বয়সে বাবা-মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করেছিলেন রামুলু। কিন্তু বিয়ের পর কয়েক দিন পরেই অন্য একজনের সাথে পালিয়ে যান তার স্ত্রী। এরপর থেকেই নারীদের প্রতি তার মনে বিদ্বেষ জন্ম নেয়।

Advertisement
Share.

Leave A Reply