fbpx

স্বপ্নের ফাইনালে ব্যাটিংয়ে কুমিল্লা, বরিশালে এক পরিবর্তন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এক মাস, আট দল, একটাই মাত্র শিরোপা। সময়ের সাথে সাথে এক-এক করে লড়াই থেকে ছিটকে পড়েছে ছয় দল। শেষবারের মতো মাঠে ফরচুন বরিশাল-কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে টসটা গুরুত্বপূর্ণ, আর সেই টসেই জয়লাভ করেছে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার ক্যাপ্টেন।

সেমিফাইনালে এই কুমিল্লাকেই হারিয়েছিল বরিশাল। সেই ম্যাচ জয়ের পর সাকিব আল হাসান বলেছিলেন ফাইনাল জিতেই করবেন উদযাপন। সেই কাঙ্ক্ষিত উদযাপনের লক্ষ্যেই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে কুমিল্লা। বরিশাল দলে এসেছে একটি পরিবর্তন। জিয়াউর রহমানের জায়গায় দলে ফিরেছেন সৈকত আলী।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, ফাফ ডু প্লেসি, মাহমুদুল হাসান জয়, মঈন আলী, সুনীল নারিন, আরিফুল হক, আবু হায়দার রনি, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম।

ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), ক্রিস গেইল, মুনিম শাহরিয়ার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, ডোয়াইন ব্রাভো, সৈকত আলী, মুজিব উর রহমান, শফিকুল ইসলাম, মেহেদি হাসান রানা।

তথ্যসূত্র: অলরাউন্ডার ডেস্ক

Advertisement
Share.

Leave A Reply