fbpx

হংকংয়ে গণতন্ত্রপন্থীদের গণহারে গ্রেপ্তার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হংকংয়ে সরকার পতনের পরিকল্পনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৫১ জন গণতন্ত্রপন্থীকে। বিতর্কিত নতুন নিরাপত্তা আইন অনুযায়ী তাদের আটক করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

এই অভিযানে প্রায় এক হাজার পুলিশ অংশ নেয়। গ্রেফতার হওয়াদের মধ্যে বিরোধী দলের ২১ জেলা কাউন্সিলরসহ রয়েছেন ১৩ জন প্রাইমারি নির্বাচনের প্রার্থী। এছাড়া রয়েছেন শিক্ষাবিদ ও আইনজীবীও।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং বলেন, ‘বহিঃশক্তি ও তাদের সহযোগীরা দেশটির স্থিতিশীলতা ও নিরাপত্তা হুমকিতে ফেলতে চাইছিল। তাই তাদের গ্রেফতার প্রয়োজন ছিল।’

হংকংয়ের নিরাপত্তা মন্ত্রী জন লিয়ের দাবি, গ্রেফতারকৃতরা সমাজের ‘মারাত্মক ক্ষতি’ করার পরিকল্পনা করেছিল।
এর আগে গত বছর হংকংয়ের গণতান্ত্রিক আন্দোলন দমন করে নতুন নিরাপত্তা আইন চাপিয়ে দেয় বেইজিং। আইনটি পাসের পর হংকংয়ের সরকারবিরোধীদের বিরুদ্ধে বুধবার সবচেয়ে বড় গ্রেফতার অভিযান চালানো হলো।

Advertisement
Share.

Leave A Reply