fbpx

হারের ধারাবাহিকতায় বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৯ রানে হারলো বাংলাদেশ। স্বাগতিকদের দেয়া ২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৬০ রান তুলেছে টাইগাররা। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেছেন সাকিব আল হাসান।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন নাজমুল হোসেন শান্ত এবং পাঁচ ইনিংস পর ওপেনিংয়ে নামা লিটন দাস। এই উদ্বোধনী জুটি থেকে আসে ২৪ রান। দুইবার জীবন পেয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন শান্ত, করেছেন ১২ বলে ১১ রান। এরপর, ১৬ বলে ২৩ রান করে লিটন আউট হলে পাওয়ারপ্লে শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৫২ রান।

বোলিংয়ে ভালো না করলেও ব্যাট হাতে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১১ তম ফিফটির দেখা পেয়েছেন সাকিব আল হাসান। ১৫৯.০৯ স্ট্রাইক রেটে ৮ চার ও ১ ছক্কার সাহায্যে ৪৪ বলে ৭০ রান করেছেন টাইগার অধিনায়ক। এছাড়াও, একবছর পর দলে ফেরা সৌম্য সরকার করেছেন ১৭ বলে ২৩ রান। শেষ পর্যন্ত, ২০ ওভারে বাংলাদেশ করেছে ১৬০ রান।

নিউজিল্যান্ডের হয়ে ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে, দুই উইকেট পেয়েছেন মিচেল ব্র্যাকওয়েল। এর আগে ডেভন কনওয়ের ৪০ বলে ৬৪ এবং গ্লেন ফিলিপ্সের ২৪ বলে ৬০ রানের ক্যামিওতে ৫ উইকেটে ২০৮ রান তোলে কিউইরা।

Advertisement
Share.

Leave A Reply