fbpx

২৫ বছরের বিশ্বরেকর্ড ভেঙ্গে ইংল্যান্ডকে ৩৪৭ রানে হারালো ভারত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইংল্যান্ডকে প্রথমবার দেশের মাটিতে হারিয়ে ২৫ বছরের বিশ্বরেকর্ড ভাঙ্গলো ভারতীয় নারী ক্রিকেট দল। শনিবার (১৬ ডিসেম্বর) একমাত্র টেস্টে ইংল্যান্ডকে ৩৪৭ রানের ব্যবধানে হারিয়েছে হারমানপ্রীত কৌরের দল। আড়াই দিনের টেস্টে দুই ইনিংস মিলিয়ে দীপ্তি শর্মা নিয়েছে ৯ উইকেট।

মেয়েদের টেস্টে রানের ব্যবধানে এতদিন সবচেয়ে বড় জয়ের কৃতিত্ব ছিল শ্রীলঙ্কার। ১৯৯৮ সালে কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ৩০৯ রানে জিতেছিল লঙ্কানরা।

শুরু থেকেই চালকের আসনে ছিল ভারত। টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৪২৮ রান করেছিল তারা। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৩৬ রানে। সেই ইনিংসে ৫ উইকেট তুলে নেন দীপ্তি। তাঁর দাপটেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।

তবে ভারত ফলো অন করায়নি। তারা ১৮৬ রান তুলে ডিক্লেয়ার করে দেয়। সেই ইনিংসে ৪৪ রান করেন হরমনপ্রীত। দীপ্তি ১৮ বলে ২০ রান করেন। ইংল্যান্ডের সামনে ৪৭৯ রানের লক্ষ্য রাখে ভারত। তৃতীয় দিন সকালের সেশনে ৪৭৯ রানের চ্যালেঞ্জিং টার্গেটে নেমে ইংল্যান্ড গুটিয়ে যায় ১৪১ রানেই। এই ইনিংসে দীপ্তি নেন ৪ উইকেট।

পুরো ম্যাচে নেন ৯ উইকেট। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও দুই ইনিংসে মোট ৮৭ রান করেন। প্রথম ইনিংসে করেন ৬৭ রান। ম্যাচ সেরার পরষ্কারটাও ওঠে তার হাতেই।

Advertisement
Share.

Leave A Reply