fbpx

২৬ এপ্রিল পর্যন্ত স্কুল-কলেজে চলবে ক্লাস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ২৪ রমজান বা ২৬ এপ্রিল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ক্লাস চলবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে ২০ রমজান পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ এপ্রিল থেকে রোজা শুরুর কথা রয়েছে। সেই হিসেবে ২৪ রমজান পর্যন্ত ক্লাস করতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের।

আদেশে বলা হয়, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ২৬ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হলো।‘

আর বিশ্ববিদ্যালয়গুলোতে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

উল্লেখ্য, ওমিক্রনের সংক্রমণ কমে আসায় গত ১৫ মার্চ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু হয়।

Advertisement
Share.

Leave A Reply