fbpx

৪৮ ঘণ্টা অভিযান শেষে উদ্ধার পাহাড়ের খাদে আটকে থাকা তরুণ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের কেরালায় পাহাড়ি খাদে ৪৮ ঘণ্টা আটকে থাকার পর এক তরুণকে উদ্ধার করেছে সেনাবাহিনী।

গেল সোমবার, পালাক্কাদ এলাকার পাহাড়ি খাদে আটকা পড়েন আর বাবু নামের ২৩ বছর বয়সী ওই তরুণ। তার সাথে খাবার ও পানি কিছুই ছিল না। এর আগে তিনটি উদ্ধারকারী দল বাবুকে উদ্ধার করার চেষ্টা করলেও তার কাছে পৌঁছাতে ব্যর্থ হয়।

সংবাদ মাধ্যম বিবিসি জানায়, তিন পর্বতারোহী বন্ধুর সাথে পাহাড়ে গিয়েছিলেন বাবু। পাহাড়ে ওঠার সময় তিনি পা পিছলে পড়ে একটি খাদে আটকে যান। এরপর বন্ধুরা লাঠি ও দড়ি দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে। সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর তারা নিচে নেমে এসে পুলিশকে খবর দেন।

এরপর বিমান বাহিনী ও সেনাবাহিনী মিলে উদ্ধার তৎপরতা শুরু করে। বাবু তার মোবাইল ফোন দিয়ে ছবি পাঠিয়ে পুলিশকে আটকে থাকা স্থান খুঁজে পেতে সাহায্য করে।

তবে দুর্গম এলাকা হওয়ায় তার কাছে পৌঁছতেই অনেক সময় লেগে যায়। অবশেষে মঙ্গলবার সকালে তাকে ভারতীয় সেনাবাহিনী উদ্ধার করে আনে।

পালাক্কাদ জেলার কুরুমবাচি পাহাড় ৩০৫ মিটার খাড়া। পর্বতারোহীদের কাছে এটা বেশ জনপ্রিয়। রাজ্যের বন বিভাগ আরোহীদের পাহাড়ে ওঠার ঝুঁকি সম্পর্কে আগেই সতর্ক করেছিল।

Advertisement
Share.

Leave A Reply