fbpx

৬০ বলের হিসাব, তামিম-লিটনের ঘরে ফেরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তামিম ইকবালের ব্যাটিং দেখে বুকের পাটা দ্বিগুণ হয়েছিলো সারা বাংলায়। দশ নম্বর ওভারে নতুন বোলার মার্ক উড। তাতেই খেল খতম তামিমের, ৩২ বলে ২৩ রান। তামিমের উইকেটে বিপদের আঁচ টাইগার ডেরায়।

পাঁচ নম্বর ওভারের চার নম্বর বলে দৃষ্টিনন্দন ছয় লিটনের, গ্যালারীতে দারুণ উচ্ছ্বাস। তবে ওটা মিলিয়ে গেছে পরের বলে। ক্রিস ওকস এলবিডাব্লিউ, আবেদন এবং আবেদন খারিজ, লিটনের ঘরে ফেরা। ক্যাপ্টেন তামিম খেলার শুরু থেকেই আগ্রাসী, রানের চাকায় দৌড় লাগানোতে; তিনটা চার। ইংলিশ ফাস্ট বোলারদের বলের গতি বুকে কাপন লাগায়, তবে সেটি প্রেসবক্স থেকে পরিমাপের সুযোগ নেই। তথ্য উপাত্ত সংগ্রহ করার অন্তরায় তৈরী হয়ে আছে বিসিবির আয়োজনে।

বাটলারের নয় ওভারের পরিকল্পনায় আর্চার এবং ওকস ছাড়া কাউকে লাগেনি। তামিমের হিসাবী ব্যাটিংয়ের সাথে নাজমুল হোসেন শান্তর আত্মবিশ্বাস গ্যালারীতে গলার আওয়াজ জোরালো করাচ্ছে।

শীতকে বিদায় জানানোর সময় পাওয়া গেলো না! মার্চের শুরু থেকেই রাজধানীতে দাঁপিয়ে বেড়াচ্ছে গরম। মিরপুরে যেন একটু বেশীই। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সাথে বাংলাদেশের ওয়ানডে সিরিজ বলে কথা। টসের সিদ্ধান্ত জেনেই মাঠমুখো হতে চাইছে দর্শক? প্রশ্ন রাখার কারণ, নামে ভারে বড় সিরিজ, গরম সিরিজ কিন্তু গ্যালারীতে দর্শক নাই। বেলা গড়ানোর সাথে সাথে বাড়বে সেটা নিশ্চিত। ম্যাচের শুরুতে দুই দলের ক্রিকেটারদের সাথে হাসিমুখেই পরিচয় পর্ব সেরেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। হাসি আরও চওড়া হতে পারে জয় দিয়ে টাইগারদের সিরিজ শুরু হলে।

Advertisement
Share.

Leave A Reply