fbpx

২০২০ সালে গুগলে যে বিষয়গুলো বেশি খুঁজেছে মানুষ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২০ সাল মানুষের জীবনে বদলে দিয়েছে অনেক কিছু। গেল বছরের করোনার কারণে ব্যক্তির জীবনযাত্রায় নানা পরিবর্তন এসেছে। মানুষের বেশিরভাগ সময় ঘরবন্দি হয়ে কাটাতে হয়েছে। আর তখন একমাত্র ভরসার জায়গা ছিল ইন্টারনেট।

বছরের বেশির ভাগ সময় তাই সার্চ ইঞ্জিন গুগলের চাহিদাও ছিল অনেক বেশি। সারাবছর জুড়ে গুগলে সবচেয়ে বেশি কী খোঁজা হয়েছে, তার একটি তালিকা প্রকাশ করেছে গুগল। তালিকাটি ১২টি ক্যাটাগরিতে প্রকাশ করা হয়েছে।

২০২০ সালে মানুষ গুগলে সবচেয়ে বেশি খুঁজেছে করোনাভাইরাস ইস্যুটি। এখন পর্যন্ত এই রোগে প্রাণ হারিয়েছেন ১৮ লাখের বেশি মানুষ।

এই তালিকার দ্বিতীয় স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন। এছাড়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক মার্কিন বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্ট কন্যাসহ নিহত হন। এ ঘটনাটিও সারা বছর জুড়ে বেশ আলোচনায় ছিল। গুগলের সার্চ হিস্ট্রি এমনটিই বলছে।

এদিকে করোনায় বেশিরভাগ প্রতিষ্ঠানটিই ঘবে বসে অফিস করেছিল। আর এ কারণে জুমের ব্যবহারও বেড়েছিল। এছাড়া আইপিএল, গুগল ক্লাসরুমও খুঁজেছে মানুষ। তাহলে চলুন জেনে নেই সারাবছর গুগলে সবচেয়ে বেশি কী সার্চ করেছে।

সবচেয়ে বেশি অনুসন্ধান করা বিষয়

১. করোনাভাইরাস
২. যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফল
৩. কোবি ব্রায়ান্ট
৪. জুম
৫. আইপিএল

সংবাদ

বছর ধরে খবরের মধ্যে মানুষ বেশি যা যা খুঁজেছে—

১। করোনাভাইরাস

২। নির্বাচনী ফলাফল
৩। ইরান
৪। বৈরুত
৫। হান্টাভাইরাস।

অভিনয়শিল্পী

১. টম হ্যাংকস
২. জোয়াকুইন ফিনিক্স
৩. অমিতাভ বচ্চন
৪. রিকি জার্ভিস
৫. জাডা পিঙ্কেট স্মিথ।

খেলাধুলা

১. রায়ান নিউম্যান
২. মাইকেল জর্ডান
৩. টাইসন ফিউরি
৪. টম ব্র্যাডি
৫. মাইক টাইসন।

এ ছাড়া লুই সুয়ারেজ ও দিয়াগো সিলভাকেও গুগলে খুঁজেছে মানুষ।

রেসিপি

১. ডালগোনা কফি
২. ইমেক
৩. সোওয়ারডো ব্রেড
৪. পিৎজা
৫. লাহমাকুন

হারানো ব্যক্তি

১. কোবি ব্রায়ান্ট
২. নায়া রিভেরা
৩. চ্যাডউইক বোজম্যান
৪. সুশান্ত সিং রাজপুত
৫. জর্জ ফ্লয়েড।

এছাড়া আর্জেন্টাইন তারকা দিয়েগো ম্যারাডোনা ও অভিনেতা শন ওকোর্নির ব্যাপারে মানুষ আগ্রহী ছিল।

সিনেমা

১. প্যারাসাইট
২. ১৯১৭
৩. ব্ল্যাক প্যান্থার
৪. ৩৬৫ ডেজ
৫. কন্টাজিওন

গেম

১. অ্যামাং আস
২. ফল গাইস: আলটিমেট নকআউট
৩. ভেলোরেন্ট
৪. জেনশিন ইমপ্যাক্ট
৫. দ্য লাস্ট অব আস ২

কনসার্ট

১. টুগেদার অ্যাট হোম কনসার্ট
২. ফায়ার ফাইট অস্ট্রেলিয়া কনসার্ট
৩. গার্থ ব্রুকস ড্রাইভ ইন কনসার্ট
৪. ট্রাভিস স্কট ফোর্টনাইট কনসার্ট
৫. বিটিএস অনলাইন কনসার্ট।

ব্যক্তি

১. জো বাইডেন
২. কিম জং–উন
৩. বরিস জনসন
৪. কমলা হ্যারিস
৫. টম হ্যাংকস

গানের কথা

১. ডব্লিউএপি
২. স্যাভেজ লাভ
৩. গুবা
৪. স্কেচার্স
৫. ডায়নামাইট

টিভি শো

১. টাইগার কিং
২. বিগ ব্রাদার ব্রাজিল
৩. মানি হেইস্ট
৪. কোবরা কাই
৫. দ্য আমব্রেলা একাডেমি।

Advertisement
Share.

Leave A Reply