fbpx

অধিনায়ক সাকিব, সহ-অধিনায়ক লিটন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে সাকিব আল হাসানের নাম। সাকিবের ডেপুটি হিসেবে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন কুমার দাস। বৃহস্পতিবার বিসিবির বোর্ড সভার পর জানানো হয় এই সিদ্ধান্ত।

গত মঙ্গলবার সন্ধ্যায় সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক সস্ত্রীক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে গিয়ে টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। দীর্ঘদিন ধরে রান খরায় একাদশে জায়গা পাওয়া নিয়েও চলছে সমালোচনা। সমালোচনার মুখে দায়িত্ব ছাড়তে এক প্রকার বাধ্যই হয়েছেন মুমিনুল। এই ব্যাটসম্যানের অধীনে ১৭ ম্যাচে বাংলাদেশের জয় ৩টি, ড্র ২ ম্যাচ আর হার ১২ টি।

অধিনায়ক সাকিব, সহ-অধিনায়ক লিটন
নতুন অধ্যায়ে বাংলাদেশের টেস্ট দল

এর আগেও দুই ধাপে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব করেছিলেন সাকিব। ২০০৯ সালে প্রথম দায়িত্ব নেওয়ার পর ২০১১ সালে সরিয়ে দেওয়া হয় তাকে। ২০১৮ তে আবারো দায়িত্ব পেলেও নিষেধাজ্ঞার কারণে ২০১৯ সালে এসে শেষ হয় ক্যাপ্টেন্সির দ্বিতীয় অধ্যায়। অন্যদিকে লিটন দাস এর আগে টেস্ট দলের দায়িত্বে না থাকলেও অধিনায়কত্ব করেছেন টি-টোয়েন্টিতে।

Advertisement
Share.

Leave A Reply