fbpx

অস্ট্রেলিয়াকে হারিয়েও বাংলাদেশের পেছনে ভারত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রথম দিকে তেমন না জমলেও আস্তে আস্তে জমে উঠছে ওয়ানডে বিশ্বকাপ। এরই মধ্যে অংশগ্রহণকারী ১০ দলের একটি করে ম্যাচ শেষ হয়েছে। এখন পর্যন্ত অপ্রত্যাশিত কোনো ফলাফল না এলেও পয়েন্ট টেবিল কিছুটা হলেও চমকের আভাস দিয়ে রেখেছে।

গতকাল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছে আসরের অন্যতম ফেবারিট ও হোস্ট ভারত। তবে এই জয়ের পরও বিশ্বকাপের পয়েন্ট টেবিলে বাংলাদেশকে টপকানো হয়নি রোহিত শর্মার দলের। জয় পেলেও খুব বেশি রানরেট বাড়েনি ভারতের। ০.৮৮৩ রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে আছে তারা। আর চারে আছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়াকে হারিয়েও বাংলাদেশের পেছনে ভারত

আফগানিস্তানের সঙ্গে স্বস্তির জয়ের পর তিনে উঠে এলেও লঙ্কানদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার জয়ের সুবাদে টাইগারদের নামতে হয়েছে চতুর্থ স্থানে।

আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয়ে দুই পয়েন্টের পাশাপাশি বাংলাদেশ রানরেটেও ভালো অবস্থানে আছে। টাইগারদের বর্তমান রানরেট ১.৪৩৮। ইংল্যান্ডকে হারাতে পারলে তাদের অবস্থান আরও বেশি শক্ত হবে।

প্রথম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে নিউজিল্যান্ড। তাদের রানরেট ২.১৪৯। আর নেদারল্যান্ডসের বিপক্ষে বড় জয়ে এই ব্যবধান আরও খানিকটা বাড়িয়ে নেওয়ার চেষ্টায় আছে কিউইরা। দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের রানরেট ২.০৪০। প্রোটিয়াদের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। তিনে রয়েছে পাকিস্তান। নেদারল্যান্ডের বিপক্ষে জয়ে তাদের নেট রানরেট ১.৬২।

Advertisement
Share.

Leave A Reply