fbpx

আফ্রিদি ঝড়ে লণ্ডভণ্ড টাইগার শিবির

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রবিবার অ্যাডিলেডে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ১২৭ রান। এবারের বিশ্বকাপের দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ২.৫ ওভারেই আগের ম্যাচের হাফ-সেঞ্চুরিয়ান লিটন দাসকে ১০ রানে ফিরিয়ে দেন শাহিন আফ্রিদি। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে দলের হাল ধরেন সৌম্য সরকার। পাওয়ারপ্লেতে দুজন মিলে তোলেন ৪০ রান। ৫২ রানের জুটি গড়ে ১৭ বলে ২০ রান করে আউট হন সৌম্য। একই ওভারে পরের বলে কোনো রান না করেই শাদাব খানের বলে এলবিডাব্লিউ হন সাকিব আল হাসান।

অপর প্রান্তের ব্যাটারদের আসা-যাওয়ার ভিড়ে টি-২০ ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন শান্ত। আউট হওয়ার আগে ১২৫ স্ট্রাইকরেটে ৭ চারের সাহায্যে ৪৮ বলে করেন ৫৪ রান। এছাড়া, ২০ বলে অপরাজিত ২৪ রান করেন আফিফ হোসেন। আর কেউই বলার মতো রান করতে পারেননি। শেষ পর্যন্ত ৮ উইকেটে টাইগাররা তুলেছে ১২৭ রান।

পাকিস্তানের হয়ে ২২ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি। এছাড়া, ২ উইকেট পেয়েছেন শাদাব খান।

Advertisement
Share.

Leave A Reply