fbpx

আয়ারল্যান্ডের কাছে ৭৮ রানে পরাস্ত বিসিবি একাদশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সিলেটে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৭৮ রানে হেরেছে বিসিবি একাদশ।

ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো করে বিসিবি একাদশ। দলীয় ৩৫ রানে সেট হয়েও গ্রাহাম হিউমের বলে আউট হন ওপেনার জাকির হাসান (১৮)। এরপর আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করতে থাকেন আরেক ওপেনার সৌম্য সরকার, সঙ্গী ছিলেন ব্যাটার আশফাক আহমেদ রোহান। দলীয় ৭৯ রানে আউট হন রোহান।

এরপরই ঘটে ছন্দপতন। একে একে আউট হন শাহাদাত হোসেন দিপু, সৌম্য সরকার এবং ইয়াসির আলী রাব্বী। দলীয় ৯৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বিসিবি একাদশ। এরপর দলের হাল ধরেন দুই ব্যাটার আকবর আলী এবং শামীম পাটোয়ারি। তবে দলীয় ১৪০ রানে আকবরের বিদায়ে আরও চাপে পড়ে বিসিবি একাদশ। এরপর ব্যক্তিগত ৩৬ রানে শামীম আউট হলে আর কেউই ম্যাচটি বাংলাদেশের পক্ষে নিয়ে যেতে পারেননি। যার ফলে ১৮১ রানেই থামে বিসিবি একাদশের ইনিংস।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কার্টিস ক্যাম্ফার এবং পল স্টার্লিংয়ের হাফ সেঞ্চুরিতে ৪০ ওভারে ২৫৫ রান করে আইরিশরা। ম্যাচের মাঝখানে বৃষ্টি বাধা দেয়ায় ডিএলএস মেথড অনুযায়ী ৪০ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৫৯ রান।

Advertisement
Share.

Leave A Reply