fbpx

আরও শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’ রেড এলার্ট জারি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গতিপথ পরিবর্তন করে আরও শক্তিশালী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’। ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিন্দা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এবং বর্তমানে ওড়িশা উপকূলের খুব কাছে রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এ কারণে কাকিন্দা উপকূলে ১০ নম্বর সতর্কতা জারি করা হয়েছে।

ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে অবস্থান করা শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অশনি’ আবারও গতিপথ পরিবর্তন করে কাকিন্দা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপটনম উপকূলে আঘাত হানবে বলে সতর্ক করা হয়েছে। খবর এনডিটিভি

বর্তমানে ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অন্ধ্রপ্রদেশের খুব কাছাকাছি অবস্থান করছে। ঘূর্ণিঝড় ‘অশনি’ কাকিন্দা উপকূলে আঘাত হানার শঙ্কায় সেখানে ১০ নম্বর সতর্কতা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

অন্ধ্রপ্রদেশ, বিশাখাপটনম, পূর্ব ও পশ্চিম গোদাবাড়িসহ বেশ কয়েকটি এলাকায় রের্ড এলার্ট জারি করা হয়েছে। এ সময় ভারি বৃষ্টি ও বাতাসের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ১১ মে (বুধবার) সকাল থেকেই দেশের উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টি হচ্ছে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের বেশ কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দমকা বা ঝড়ো হাওয়া বৃদ্ধি পাচ্ছে। এছাড়া সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছ বলছে দেশের আবহাওয়া অধিদপ্তর।

Advertisement
Share.

Leave A Reply