fbpx

আরো একটি বাজে দিন বাংলাদেশের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পাকিস্তানের বিপক্ষে হারের পর ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও হার, সেটাও ৮ উইকেটের বিশাল ব্যবধানে; ১৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে স্বাগতিকরা। প্রথম ম্যাচের করা ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ থাকলেও, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেও বদলায়নি ছবিটা। দায়িত্বহীন ব্যাটিং-ফিল্ডিংয়ের পরিচয় দিয়ে বিশাল ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানের দলকে।

ফরম্যাট হযবরল পাকিয়ে ফেলা, বাংলাদেশ চিরচেনা ব্যাটিংটাই করল। টসে হেরে শুরুতেই পরে ব্যাটিং বিপর্যয়ে, এরপর নাজমুল হাসান হাল ধরলে ৩৩ (২৯) শেষমেশ নুরুল হাসান সোহানের ক্যামিওতে ২৫ (১২) কোন রকম মাঝারি মানের সংগ্রহে পৌঁছায় টিম বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে সুন্দর সাবলীল ব্যাট করেই দুই ওভার চার বল বাকি থাকতেই ৮ ইউকেটে জয় তুলে নেয় কিউইরা। কিউইদের হয়ে সর্বোচ্চ রান করেন ডেভন কনওয়ে ৬৯ (৫০)। এই নিয়ে সিরিজের টানা দ্বিতীয় হারের স্বাদ পেল বাংলাদেশ রয়েছে টেবিলের একদম তলানীতে।

নিউজিল্যান্ডের মাঠে কোন টি টোয়েন্টি জেতার রেকর্ড নেই বাংলাদেশের। এবার সুযোগ থাকলেও সেই রেকর্ড ভাঙা তো দূরে থাক উল্টো টাইগাররা উপহার দিয়ে যাচ্ছে একের পর এক লজ্জাজনক হার। একই মাঠে হ্যাগলি ওভালেই সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে আগামী বুধবার সাড়ে আটটায় মাঠে নামবে বাংলাদেশ।

Advertisement
Share.

Leave A Reply