fbpx

আর্জেন্টিনার আত্মতুষ্টিতে ভোগা নিষেধ!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১৯৮৩ এবং ১৯৯৩ সালেই শেষবার। এরপর কেটে গেছে দীর্ঘ ২৯ বছর। আবারো লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরো চ্যাম্পিয়ন ইতালি ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার ‘ফিনালিসিমা’।

ফাইনালের আগে দুই দলই প্রস্তুতির কমতি রাখছে না। কোচ লিওনেল স্কালোনির অধীনে দুর্দান্ত খেলছে আর্জেন্টিনা। টানা ৩১ ম্যাচে অপরাজিত, ইতোমধ্যে তারা ঘরে তুলেছে কোপা আমেরিকা শিরোপা। সেই সাথে নিশ্চিত করেছে কাতার বিশ্বকাপে খেলা। তবুও স্কালোনির মতে, লিওনেল মেসিদের আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগই নেই।

“সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কখনোই মনে করা যাবে না যে আমরা অজেয়। সবাই আমাদের চ্যাম্পিয়ন মনে করে এবং আমাদের অর্জন তারা উপভোগ করে, এটা ভালো। কিন্তু পথচলা থামে না, তাই আমরা নির্ভার হতেও পারি না। একজন কোচ হিসেবে আমাকে খেলোয়াড়দের সতর্ক করতে হবে”-বলছিলেন স্কালোনি

অপরদিকে, দীর্ঘ পাঁচ দশকের ব্যর্থতা কাটিয়ে গত বছর ইউরো চ্যাম্পিয়ন হয়েছে ইতালি। তবে, দুই বছরের বেশি সময় রেকর্ড ৩৭ ম্যাচে অপরাজিত থাকার পরও টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের বাছাই পার হতে না পারায় পুড়তে হচ্ছে হতাশায়। তবে সেই কষ্ট ভুলে আর্জেন্টিনার বিপক্ষে নতুন মিশনে নামতে চান ইতালির অধিনায়ক লিওনার্দো বোনুচ্চি। জানিয়েছেন, “আর্জেন্টিনা বিশ্বের সেরা দলগুলোর একটি। তারা টানা ৩১ ম্যাচে হারেনি এবং তারা সেরা বলেই এটি করতে পেরেছে। তাদের হারাতে আমাদের সর্বোচ্চটা দিতে হবে। আমাদের আবার নতুন করে শুরু করতে হবে এবং ভিত গড়তে হবে যা ইতালিকে আবারও শীর্ষে ফিরিয়ে আনবে।”

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Advertisement
Share.

Leave A Reply