fbpx

আসছে ভারতীয় পেঁয়াজ, কমছে দাম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারত থেকে পেঁয়াজ আসতে শুরু করেছে। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর ২ জানুয়ারি ২৪২ মেট্রিক টন পেয়াজ বাংলাদেশে প্রবেশ করে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে এই ৯ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করে বলে কাস্টমাস সূত্র জানিয়েছে।

ভোমরা বন্দরের বিপরীতে ভারতীয় ঘোজাডাঙ্গা এলাকায় এখনও ২০-২৫টি পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দরে।

শুধু এই স্থল বন্দর নয়, দেশের অন্যান্য স্থলবন্দর দিয়েও পেঁয়াজ আসছে ভারত থেকে।

এদিকে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, সর্বশেষ এক দিনের ব্যবধানে শনিবার রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১০-১৫ টাকা কমে বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪৫ টাকা। আর আমদানি করা পেঁয়াজ কেজিতে ৫-১০ টাকা কমে বিক্রি হয়েছে ২৫ থেকে ৩৫ টাকা।

Advertisement
Share.

Leave A Reply