fbpx

এল মুন্দোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে বার্সেলোনা!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

স্প্যানিশ পত্রিকা এল মুন্দো মেসির পারিশ্রমিক চুক্তি ফাঁস করে বেশ আলোড়ন তৈরি করেছে। বলা হচ্ছে, বিশ্বের কোনো স্পোর্টসম্যান এত পারিশ্রমিক কখনও পায়নি, যেটা বার্সা তারকা মেসি গেল চার বছরের জন্য চুক্তি করেছিলেন। পত্রিকায় ফাঁস হওয়া গোপন নথি বলছে, মেসি ২০১৭ থেকে ২০২১’র জুন পর্যন্ত ৫৫৫ মিলিয়ন ইউরোতে চুক্তি করেছিলেন। টাকায় এর পরিমাণ হচ্ছে প্রায় ৭ হাজার ৫০০ কোটি ।

অবশ্য এই চুক্তির বিষয়টি অস্বীকার করছে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ। এই খবরের কোন ভিত্তি নেই বলেও জানিয়েছে তারা। বলেছে, ‘এমন খবরের কোনও সত্যতা নেই। আমরা এল মুন্দো পত্রিকার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি।’

জুনেই বার্সেলোনার সাথে চুক্তি শেষ হচ্ছে মেসির। এরপর হয়তো এই ক্লাবের সঙ্গে সম্পর্কের ইতি টানবেন শোনা যাচ্ছে। কোনও ট্রান্সফার ফি ছাড়াই এই দামি ফুটবলারকে নিতে পারার দরজাও খোলা রয়েছে। বার্সার জার্সিতে ৬৫০ গোল করেছেন মেসি। বার্সেলোনায় লম্বা জার্নিতে এ পর্যন্ত ১০টি লা লিগা শিরোপা, চারবার চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন, ৬ বার ফিফা সেরা ফুটবলারও হয়েছেন এই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

 

 

Advertisement
Share.

Leave A Reply