fbpx

ওয়ানডেতে খেলবে ‘সেরা একাদশ’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরখ করতে দেখতে চেয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু শেষ অব্দি তা হয়নি। সামনেই জিম্বাবুয়ে সফর, এবারে যে সেই ধরণের কোনো ভাবনাই নেই অধিনায়কের সেটা টাইগার ক্যাপ্টেনের কথাতেই স্পষ্ট।

“স্কোয়াডে থাকা পনেরোজনের অনেকেই অনেক সময় ম্যাচ পায় না। যদি ওদের খেলানোর সুযোগ থাকে সেটা দলের জন্য ভালো। কিন্তু এটা আন্তর্জাতিক ক্রিকেট, আন্তর্জাতিক সিরিজ। পাড়ার কোনো খেলা না যে আমি একে-ওকে খেলালাম। যারা ক্যাপেবল তারাই খেলবে। আমরা সেরা একাদশটাই বেছে নেব” – বলছিলেন তামিম

স্কোয়াডে মুশফিক ফেরায় খুশি টাইগার ওপেনার। শুক্রবার জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্যাপ্টেন কথা বলেছেন তরুণদের সুযোগ নিয়েও, “আমার তো মনে হয় তরুণরা সব ধরণের সুযোগই পাচ্ছে এখন। আপনি যদি শেষ সিরিজেও দেখেন, তরুণরাই খেলেছে। এই সিরিজে মুশফিক এসেছে, সে আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ খেলোয়াড়।”

Advertisement
Share.

Leave A Reply