fbpx

গুরুতর নয় লিটনের ইনজুরি; খেলতে পারবেন বিশ্বকাপ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইনজুরির কারণে খেলতে পারেননি এশিয়া কাপ। গত কয়েকদিন ধরে টাইগার শিবিরেও লিটনের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা ছিল। সেই সংশয় দূর করে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, লিটনের খেলা নিয়ে নেই কোন সমস্যা। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই খেলবেন লিটন কুমার দাশ।

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের সাথে ম্যাচে দারুণ এক ফিফটি করেন লিটন। কিন্তু ভাগ্যের কি পরিহাস! সেই ম্যাচেই ডান উরুর পেশিতে পান চোট। যার কারণে খেলা হয়নি আফগানিস্তানের সাথে লজ্জাজনকভাবে হেরে যাওয়া সেই ম্যাচে। তাই লিটন বিশ্বকাপের শুরু থেকে থাকবেন কি-না, তাই নিয়ে ছিল শঙ্কা। তবে সব অনিশ্চয়তা দূর করে সুখবর দিলেন নান্নু। তিনি জানান, “ফিজিও-ডাক্তারদের দেওয়া রিপোর্ট অনুযায়ী লিটন এখন সুস্থ আছে। গতকালকেও ৪০ মিনিটের মত ব্যাট করেছে। আশা করি কালকের মধ্যে তাকে আমরা ভালো অবস্থানে দেখতে পারবো”

বুধবার শেষ প্রস্তুতি ম্যাচ, প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশ সময় দুপুর ২ টায় খেলতে নামবে টিম টাইগার।

Advertisement
Share.

Leave A Reply